একুশে গ্রন্থমেলায় বিক্রয় শীর্ষে এম মিরাজ হোসেনের নতুন দুই বই
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৩ মার্চ ২০২৪, ১০:৩৫ পিএম
লাখো বাঙালির প্রাণের মেলা ‘একুশে গ্রন্থমেলা ২০২৪’ শনিবার শেষ হয়েছে। বইপ্রেমীদের অভাবনীয় সাড়া ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অনুমোদনক্রমে মেলার সময় দুই দিন বাড়ানো হয়েছিল।
এই বছরের বইমেলায় উদীয়মান লেখক এম মিরাজ হোসেনের দুইটি নতুন বই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। তার ভ্রমণ কাহিনীমূলক বই ‘মিশন এভারেস্ট বেসক্যাম্প’ সৃজনশীল ক্যাটাগরিতে শীর্ষ ৫-এ স্থান করে নেয়।
বইটির প্রকাশক নওরোজ কিতাবিস্তানের কর্নধার মনজুর খান চৌধুরী চন্দন জানান, ‘মিশন এভারেস্ট বেসক্যাম্প’ এবারের বইমেলায় তাদের স্টলের সর্বোচ্চ বিক্রিত বই। কৌতূহলী এবং ভ্রমণপিপাসু পাঠকরা বইটি বেশ পছন্দ করেছে। বইটি অনলাইন বুকশপেও ভালো বিক্রি হয়েছে। বর্তমানে এর ৪র্থ সংস্করণের কাজ চলছে।
অন্যদিকে, লেখকের রহস্যকাহিনী মূলক বই ‘অনিমন্ত্রিত অতিথি’ সৃজনশীল ক্যাটাগরিতে শীর্ষ ১০-এ স্থান করে নেয়। বইটির প্রকাশক (শব্দশিল্প)।
শরীফুর রহমান জানান, ‘অনিমন্ত্রিত অতিথি’ তাদের স্টলের সর্বোচ্চ বিক্রিত বই। মূলত কিশোর ও তরুণ বয়সের পাঠকরা বইটি বেশি কিনছে। বর্তমানে বইটির ৩য় সংস্করণ চলছে।
এম মিরাজ হোসেন বলেন, একুশে বইমেলায় পাঠকদের কাছ থেকে যে সাড়া পেয়েছি তাতে আমি অত্যন্ত আনন্দিত। বইমেলার মাধ্যমে আমার বইগুলো পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রকাশকদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
এবারের বইমেলা শুরু থেকেই ছিল জাঁকজমকপূর্ণ। এর মধ্যে আবার মেট্রো ট্রেন বইমেলায় যোগ করেছে ভিন্ন মাত্রা। এ ছাড়া আবহাওয়া ভালো থাকায় প্রকৃতির বিরূপ প্রভাবও পড়েনি মেলায়। এবারের বইমেলায় ৬০ কোটি টাকার বই বিক্রি হয়েছে। শনিবার (২ মার্চ) বিকালে অমর একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানান বাংলা একাডেমির উপ-পরিচালক শাহেদ মমতাজ।