তিনদিন ব্যাপী ১৫তম ‘এশিয়া ফার্মা এক্সপো’ ২০২৪ শুরু
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ০২ মার্চ ২০২৪, ০৬:৪৪ পিএম
বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির উদ্যোগে গত বৃহস্পতিবার জিপিই প্রাইভেট লিমিডেটের এর সহযোগিতায় পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টারে তিনদিন ব্যাপী ‘১৫তম এশিয়া ফার্মা এক্সপো’ উদ্বোধন হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান এমপি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ঔষুধ শিল্প সমিতির সভাপতি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরো ভাইস চেয়ারম্যান এএইচএম আহসান। ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ। সমাপনি বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ঔষুধ শিল্প সমিতির মহাসচিব এস.এম শফিউজ্জামান।
অনুষ্ঠানে বাংলাদেশ ঔষুধ শিল্প সমিতির কোষাধ্যক্ষ মুহাম্মদ হালিমুজ্জামান, জিপিই প্রাইভেট লিমিডেটের সিইও পারেশ জুরমারভালাসহ অন্যান্য বিদেশী ডেলিগেটবৃন্দ বক্তব্য প্রদান করেন। সবশেষে ফিতা কেটে ‘১৫তম এশিয়া ফার্মা এক্সপো’-২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
এবারের আয়োজনে আমেরিকা, চীন, ইংল্যান্ড, জার্মানি, মালেয়েশিয়া, ভারত, থাইল্যান্ড, ইতালি, জাপান, সুইজারল্যান্ড, তাইওয়ান, আয়ারল্যান্ড, বাংলাদেশসহ পৃথিবীর মোট ৩৬টি দেশের ৭৫১টি কোম্পানি অংশগ্রহণ করেছে। এই আয়োজনে রয়েছে ফার্মা প্রসেসিং এন্ড প্যাকেজিং, বায়োটেক ল্যাব ইকুইপমেন্ট, এপিআই ম্যানুফেকচারিং প্লান্টস এবং মেশিনারিজ, ফার্মা ফর্মুলেশন্স এবং কন্ট্রাক্ট ম্যানুফেকচারিং। এতে করে দেশি-বিদেশি উদ্যোক্তারা ঔষধ শিল্প সংক্রান্ত বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তির যন্ত্রাপাতি ও যন্ত্রাংশ এবং কাঁচামাল সম্পর্কে বিশদ জানতে পারবে।
তিনদিনব্যাপী ‘এশিয়া ফার্মা এক্সপো’ শেষ হবে আগামী ২ মার্চ। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এক্সপো খোলা থাকবে।
উল্লেখ্য, এখন বাংলাদেশে বিশ্বমানের ঔষধ উৎপাদিত হচ্ছে এবং দেশের মোট অভ্যন্তরীণ চাহিদার ৯৮% পূরণ করা সম্ভব হচ্ছে। একই সাথে বর্তমানে বিশ্বের ১৫৭টি দেশে বাংলাদেশের উৎপাদিত মানসম্মত ওষুধ রপ্তানি হচ্ছে।