
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ১২:৩৪ পিএম
চট্রগ্রামে ৩২তম ইবিএল বিজিসিসি সৌখিন গলফ চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০২ পিএম

আরও পড়ুন
চট্রগ্রামের ভাটিয়ারী গলফ এন্ড কান্ট্রিক্লাবে (বিজিসিসি) সম্প্রতি অনুষ্ঠিত হলো ২ দিনব্যাপী 'ইবিএল ৩২ তম বিজিসিসি শৌখিন গলফ চ্যাম্পিয়নশীপ ২০২৪’। ২৩ ফেব্রুয়ারি সকালে চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করেন ব্রিগেডিয়ার জেনারেল রেজাউল করিম এনডিসি, পিএসসি, ভাইস প্রেসিডেন্ট, বিজিসিসি এবং ইস্টার্ন ব্যাংক পিএলসি’ (ইবিএল) পরিচালক মোফাখখারুল ইসলাম খসরু, ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন। প্রায় ১৬২ জন নারী ও পুরুষ গলফার টুর্নামেন্টে বিভিন্ন গ্রুপে অংশগ্রহণ করেন। ২৪ ফেব্রুয়ারি সন্ধায় আয়োজিত সমাপনি অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিজিসিসি প্রেসিডেন্ট মেজর জেনারেল এমডি মাইনুর রহমান এসইউপি, এডবিওসি , পিএসসি এবং ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার।