Logo
Logo
×

কর্পোরেট নিউজ

১০ দিনের মধ্যে ইজিএম করবে এনভয় টেক্সটাইলস 

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৪, ১০:৩৮ পিএম

১০ দিনের মধ্যে ইজিএম করবে এনভয় টেক্সটাইলস 

এনভয় টেক্সটাইলস লিমিটেডের বিশেষ সাধারণ সভা (ইজিএম) ১০ দিনের মধ্যে আয়োজনের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর আগে এনভয় টেক্সটাইলসের পরিচালক ব্যারিস্টার শেহরীন সালাম ঐশী ইজিএম স্থগিতের বিষয়ে হাইকোর্টে আপিল করেন। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের বেঞ্চ শুনানি শেষে মঙ্গলবার আপিল খারিজ করে দিয়েছেন। 

গত ২৯ জানুয়ারি আপিল বিভাগের নির্দেশে কোম্পানিটির ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) নিয়োগ দেয়ার জন্য এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইজিএমের একদিন আগে ব্যারিস্টার শেহরীনের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ ইজিএমে স্থগিতাদেশ দেন। ব্যারিস্টার শেহরীন সালাম ঐশী  তার হাইকোর্টের আপিলে এনভয় টেক্সটাইলস লিমিটেড, এনভয় টেক্সটাইলসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কুতুবুদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ, পরিচালক রাশিদা আহমেদ, পরিচালক সুমাইয়া আহমেদ, পরিচালক পদে এনভোটেক এভিয়েশনের নমিনি এসকে বশির আহমেদ, পরিচালক পদে শেলটেক সিরামিকস এর নমিনি মইন উদ্দিন, স্বতন্ত্র পরিচালক অ্যাম্বাসেডর সৈয়দ শাহেদ রেজা, স্বতন্ত্র পরিচালক ফখরুদ্দিন আহমেদ এবং স্বতন্ত্র পরিচালক ব্যারিস্টার শফিকুর রহমান সহ সংশ্লিষ্ট অন্যান্যদের বিরুদ্ধে ইজিএম আয়োজনের বিরুদ্ধে হাইকোর্টে পিটিশন দায়ের করেন।ইজিএম স্থগিতাদেশ নিয়ে সুপ্রিম  কোর্টের আপিল বিভাগ শুনানি শেষে ব্যারিস্টার শেহরীন সালাম ঐশীর আবেদন খারিজ করে দিয়ে আগামী ১০ দিনের মধ্যে ইজিএম আয়োজনের নির্দেশ দেন।

উল্লেখ্য, ২০২২ সালের জুনে আবদুস সালাম মুর্শেদীকে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক থেকে সরিয়ে দেয় বোর্ড কমিটি। এরপর নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তানভীর আহমেদকে নিয়োগ দেন হাইকোর্ট। মুর্শেদী এ নিয়োগকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেন।

আপিল বিভাগের আদেশ অনুসারে, কোম্পানি আইন ও শুল্ক আইন লঙ্ঘনের দায়ে এনভয় টেক্সটাইলসের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করতে পারবেন না সালাম মুর্শেদী। গত বছরের ৯ মার্চ এ বিষয়ে হাইকোর্ট জানান, আবদুস সালাম মুর্শেদী এনভয় টেক্সটাইলসের পরিচালক হওয়ার যোগ্যতা হারিয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম