বাউবি ও নেতাজি সুভাস চন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা চুক্তি
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৪, ১২:৫১ এএম
সমঝোতা চুক্তি।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং কলকাতার নেতাজি সুভাস চন্দ্র বসু মুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা চুক্তিপত্র হয়েছে। এটি গত ২৩ ডিসেম্বর চুক্তিপত্রটি হস্তান্তর করা হয়।
কলকাতায় অনুষ্ঠিত চুক্তিপত্র হস্তান্তর অনুষ্ঠানে বাউবির পক্ষে উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন ও নেতাজি সুভাস চন্দ্র বসু মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষে ড. মনন কুমার প্রতিনিধিত্ব করেন।
চুক্তিতে থাকা শিক্ষা সংক্রান্ত সহযোগিতা, গবেষণা, সংস্কৃতি, শিক্ষার্থীদের উদ্ভাবনী ও বাস্তবমুখী কর্মকান্ডের মানোন্নয়ন, সেমিনার, কর্মশালা ইত্যাদি বিষয় নিয়ে বিস্তৃত আকারে কাজ করবে এই দুটি বিশ্ববিদ্যালয়।