শীতার্তদের মাঝে ইস্টার্ন ইউনিভার্সিটির কম্বল বিতরণ
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৩, ১০:৪৭ পিএম
সাভারের আশুলিয়া ও বিরুলিয়া এলাকার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব। রোববার ইউনিভার্সিটির মাঠে চার শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
প্রতি বছর শীতে কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করে ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন। এমন মানবিক উদ্যোগ গ্রহণের জন্য তিনি ক্লাব কমিটিকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক মো. শামসুল হুদা, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাহফুজুর রহমান, রেজিস্ট্রার ড. আবুল বাশার খান, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. শরিফ মনিরুজ্জামান সিরাজী, ফার্মেসি বিভাগের চেয়ারপারসন ড. আবু বিন ইহসান, ক্লাবের সমন্বয়কারী অধ্যাপক ড. শারমিন ইসলামসহ ইউনিভার্সিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।