ব্যাংকাসুরেন্স সেবা প্রদানের লক্ষ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ও মেটলাইফের চুক্তি স্বাক্ষর
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩, ০১:৩১ পিএম
বাংলাদেশের প্রথম বহুজাতিক ব্যাংক হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড, মেটলাইফের সাথে ব্যাংকাসুরেন্স চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় ব্যাংক তার গ্রাহকদের কাছে মেটলাইফের বীমা সেবা বিক্রি করতে পারবে।
বীমা সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতে ইতিবাচক প্রভাব রাখতে সুপরিচিত এই দুই সংস্থার অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশ ব্যাংক এবং ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি (আইডিআরএ) সম্প্রতি ব্যাংকাসুরেন্স নির্দেশিকা প্রকাশ করেছে, যা ব্যাংকগুলোকে বীমা প্রদানকারীদের কর্পোরেট এজেন্ট হিসাবে কাজ করার সুযোগ করে দিয়েছে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ অফিসার নাসের এজাজ বিজয় বলেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড আমাদের গ্রাহকদের সুবিধাজনক এবং বিস্তির্ণ আর্থিক পরিষেবা প্রদানের জন্য মেটলাইফের সাথে অংশীদারিত্ব করতে পেরে আনন্দিত, এই চুক্তির ফলে আমদের গ্রাহকরা তাদের সুরক্ষিত ভবিষ্যত পরিকল্পনা নিশ্চিত করতে পারবে। মেটলাইফ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড মতো বিশ্বস্ত আর্থিক প্রতিষ্ঠান দুইটি বাংলাদেশ ব্যাংক, আইডিআরএ, অর্থ মন্ত্রণালয় এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সহায়তায় ব্যাংকাসুরেন্স সেবা প্রদানের জন্য দৃঢ়তা দেখিয়েছে। বাংলাদেশে শক্তিশালী আর্থিক ইকোসিস্টেম তৈরি করে ব্যাংকিং সেক্টরের গ্রাহকদের আরও আর্থিকভাবে সুরক্ষিত ভবিষ্যতের জন্য এই চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মেটলাইফ বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ অফিসার আলা আহমেদ বলেন, মেটলাইফ-এর উদ্ভাবনী ও দায়িত্বশীল ব্যবসায়িক নীতির আলোকে ব্যাংকাস্যুরেন্স এর মতো নতুন উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এর সাথে মেটলাইফের কৌশলগত চুক্তির মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষের জন্য মেটলাইফের বিশ্বমানের বীমা পরিকল্পনাসমূহকে সহজলভ্য করে তোলার পথে আরো একধাপ এগিয়ে যাচ্ছি। দেশের স্বনামধন্য এই আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের বীমা মানুষের আরো কাছাকাছি নিয়ে যাওয়ায় আর্থিক সুরক্ষার বিস্তৃতি আরও বৃদ্ধি পাবে। এই পদক্ষেপ দেশের মানুষের ক্রমপরিবর্তনশীল চাহিদা এবং বীমা শিল্পে আস্থা বৃদ্ধির জন্য আমাদের নেওয়া বিভিন্ন উদ্যোগের অংশ।
ব্যাংকের নিত্যনতুন অগ্রগামী উদ্ভাবনের তালিকায় এই উদ্যোগটি আরেকটি ‘প্রথম’ হিসেবে যোগ হয়েছে যা বাংলাদেশের রিটেইল ব্যাংকিং শিল্পে এক অভাবনীয় প্রভাব বিস্তার করবে। স্ট্যান্ডার্ড চার্টার্ড দেশের প্রথম ক্রেডিট কার্ড সেবা চালু করে। এছাড়াও, রিটেইলারদের জন্য ইন্টারনেট ব্যাংকিং সলিউশনের পাশাপাশি বিকল্প চ্যানেল ব্যাংকিং প্রচারের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড-ই প্রথম এটিএম সেবা চালু করে। গ্রাহকদের সেবা নিশ্চিতে দেশের প্রথম স্বয়ংক্রিয় ২৪-ঘন্টা কল সেন্টার চালু করে স্ট্যান্ডার্ড চার্টার্ড। হল বাংলাদেশের শীর্ষস্থানীয় বহুজাতিক সার্বজনীন ব্যাংক হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড তাদের ক্লায়েন্টদের চাহিদা মেটাতে সম্পূর্ণ পরিসরে আর্থিক সেবা প্রদানে বদ্ধপরিকর।