Logo
Logo
×

কর্পোরেট নিউজ

‘অপারেশন নিরাপদ যাতায়াত’ কার্যক্রম পরিদশর্ন করেন উপমহাপরিচালক সাইফুল্লাহ্ রাসেল

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৩, ১০:৫০ পিএম

‘অপারেশন নিরাপদ যাতায়াত’ কার্যক্রম পরিদশর্ন করেন উপমহাপরিচালক সাইফুল্লাহ্ রাসেল

‘অপারেশন নিরাপদ যাতায়াত' কার্যক্রম পরিদশর্ন করেন উপমহাপরিচালক সাইফুল্লাহ্ রাসেল। 'অপারেশন সুরক্ষিত যাতায়াত' কার্যক্রমের আওতায় বাংলাদেশ রেলওয়েতে নিয়োজিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মোতায়েনকৃত সদস্যদের গত ২০ ডিসেম্বর' ২৩ বাহিনীর চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিচালক মো. সাইফুল্লাহ্ রাসেল পরিদর্শন করেন।

তিনি উক্ত কার্যক্রম সরেজিমনে প্রত্যক্ষ করার উদ্দেশ্য গত রাত ০১টা হতে ২ঃ৩০ ঘটিকা পর্যন্ত চট্টগ্রাম মীরেরসরাইয়ের বারৈয়ার হাট, চিনকি আস্তানা, মামা ফকির আস্তানা, মস্তান নগর, মহামায়া পয়েন্ট, রাত ৩ ঘটিকার সীতাকুন্ড রেলওয়ে ষ্টেশন কলেজ রোড ক্রসিংয়ে পয়েন্ট সহ আশে পাশের বিভিন্ন পয়েন্টে রেলওয়ে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর  সদস্যদের দায়িত্ব ও কর্তব্য পালনের নানান দিক-নির্দেশনা প্রদান ও তাদের সাথে মত বিনিময় করেন।

বিশেষতঃ তাদের দায়িত্বপুর্ণ এলাকায় সর্বক্ষণ টহল প্রদান, লাইনের ফিসপ্লেট ও নাট  কোন দুষ্কৃতিকারী কতৃর্ক খুলে ফেলা না হয় তার প্রতি লক্ষ রাখার বিশেষ নির্দেশ  দেন। তিনি রেললাইনে কোন প্রকার সমস্যা দেখা দিলে তা সাথে সাথে কর্তৃপক্ষকে অবগত করতে বলেন। তাৎক্ষণিক কোন ট্রেনকে থামানোর প্রয়োজন হলে নিরাপদ দুরত্ব বজায় রেখে লাল কাপড় প্রদর্শন করার পরামর্শ দেন।

অতঃপর তিনি তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে কোন প্রকার সমস্যা আছে কি না জানতে চান। সর্বক্ষণিক মোবাইলে যোগাযোগ অব্যাহত রাখার জন্য নির্দেশ দেন।

উক্ত পরিদর্শন কার্যক্রমের সময় চট্টগ্রাম আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা  কমান্ড্যান্ট এ এইচ এম সাইফুল্লাহ হাবিব এবং উপপরিচালক সোনিয়া বেগম সহ সংশ্লিষ্ট উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ও ইউনিয়ন দলনেতাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে 'অপরেশন নিরাপদ যাতায়াত' কার্যক্রমের আওতায় রেলওয়ে সহ বিভিন্ন জায়গায় ১৬৯ টি পয়েন্টে ১২৯০ জন সদস্য মোট ২৭৮ কিঃ মিঃ রেল ও রাস্তা নিরাপদ করার কাজে নিয়োজিত করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম