ল্যাবএইড ক্যান্সার হাসপাতালে পূর্ণাঙ্গ মাইক্রোবায়োলজি ল্যাব'র উদ্বোধন
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৩, ০৭:৪১ পিএম
বিভিন্ন সংক্রমণ রোগ শনাক্তে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টারে পূর্ণাঙ্গভাবে চালু হলো মাইক্রোবায়োলজি ল্যাব। বৃহস্পতিবার বিকেল ৪ টায় গ্রীনরোডে হাসপাতালের প্রথম ফ্লোরে দোয়া ও কেক কেটে মাইক্রোবায়োলজি ল্যাবের উদ্বোধন করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জনাব সাকিফ শামীম। উল্লেখ্য এতদিন মাইক্রোবায়োলজি সেবা অল্প পরিসরে ছিল তবে এখন থেকে বৃহৎ পরিসরে সেবা পাবেন রোগীরা।
এ সময় মাননীয় ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীম বলেন, 'সরকারি-বেসরকারি পর্যায়ে ক্যান্সারের চিকিৎসা সুবিধা থাকলেও রোগীরা চাহিদা অনুপাতে কাঙ্ক্ষিত সেবা কম পান। দেশে এখনো প্রাণঘাতি ক্যান্সারের জন্য প্রয়োজনীয় চিকিৎসা ও অবকাঠামো খুবই দুর্বল অবস্থানে রয়েছে। এ চিন্তা থেকে ২০২০ সালের মার্চে ল্যাবএইড ক্যানসার সুপার স্পেশালিটি হাসপাতাল চালু করি। শুরু থেকে আমরা চেষ্টা করেছি রোগীদের উন্নতমানের চিকিৎসায় যা কিছু প্রয়োজন তা যেন সংযুক্ত করতে পারি। মাইক্রোবায়োলজি ল্যাব একটি হাসপাতালের জন্য বেশ গুরুত্বপূর্ণ, মাইক্রোবায়োলজি ল্যাব প্রতিষ্ঠার মাধ্যমে এখন থেকে রোগীরা আরো বেশি সেবা পাবেন।'
মাইক্রোবায়োলজি ল্যাব বিভিন্ন সংক্রমণে ভুগছেন এমন রোগীদের সংক্রামক অণুজীব যেমন: ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, পরজীবী সনাক্ত করতে কাজ করে। সংক্রামক রোগের সঠিক নির্ণয়ের জন্য চিকিত্সকদের সাহায্য করে মাইক্রোবায়োরজি ল্যাব। ল্যাবএইড ক্যান্সার হাসপাতালে মাইক্রোবায়োলজি ল্যাব স্থাপনের ফলে বিভিন্ন সংক্রামক রোগ যেমন নিউমোনিয়া, গ্যাস্ট্রো এন্টারাইটিস, হেপাটাইটিস, মেনিনজাইটিস, এইডস, ত্বক এবং নরম টিস্যু সংক্রমণ, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, ডেঙ্গু জ্বর, কোভিড ইত্যাদি নির্ণয় ও চিকিত্সা করতে সক্ষম হবে। এছাড়াও ল্যাবটি পুরো হাসপাতালের সংক্রমণ নিয়ন্ত্রণ প্রক্রিয়া বজায় রাখতে সহায়তা করবে বলে জানান হাসপাতালের ল্যাব ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ডা. মো. মহিবুর রহমান।
মাইক্রোবায়োলজি ল্যাবের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টারের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীম, অনকোলজি ও রেডিয়েশন বিভাগের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা. মো. এহতেশামুল হক, অধ্যাপক ডা. মুশতাক হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডাঃ মোঃ ইউসুফ আলীসহ সিনিয়র, জুনিয়র অন্যান্য চিকিৎসকরা। এছাড়াও উপস্থিত ছিলন চিকিৎসা সেবা বিভাগের পরিচালক রাজেশ দামোধারান, ল্যাব ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ডা. মো. মহিবুর রহমান, বিজনেজ ডেভেলপমেন্ট বিভাগের প্রধান মেশকাতুল মনোয়ার, মানব সম্পদ বিভাগের মহা ব্যবস্থাপক এএমএম মহসিন, অপারেশন বিভাগের প্রধান আরিফুল ইসলামসহ হাসপাতালের উর্দ্ধতন কর্মকতা ও কর্মচারীরা।