যথাযোগ্য মর্যাদায় ‘মহান বিজয় দিবস’ উদযাপন করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৫ পিএম
১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ডাকে সাড়া দিয়ে এ দেশের সকল স্তরের মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তানী হানাদার বাহিনীকে পরাজিত করে বিজয় অর্জন করে বাংলাদেশ। এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি।
সহকারী প্রক্টর মেসবাউল হাসান চৌধুরীর নেতৃত্বে এনএসইউর পক্ষ থেকে একটি দল সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এনএসইউ বিএনসিসি’র সমন্বয়ে শিক্ষক, শিক্ষার্থীদের পাশাপাশি এনএসইউ’র বিভিন্ন ক্লাবের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে।
বিজয় দিবস উপলক্ষে ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন ও আলোকসজ্জার ব্যবস্থাও করা হয়।