Logo
Logo
×

কর্পোরেট নিউজ

শুরু হলো ৪ দিনব্যাপী ইসামি ফোরাম ২০২৩

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৩, ০৬:০৬ পিএম

শুরু হলো ৪ দিনব্যাপী ইসামি ফোরাম ২০২৩

লায়ন্স ইন্টারন্যাশনাল ঢাকার উদ্যোগে রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে অনুষ্ঠিত হবে ৫১ তম ইসামি ফোরাম ২০২৩।  

১৫ ডিসেম্বর শুক্রবার হোটেল ইন্টার কন্টিনেন্টালের মধুমতি হল মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ৫১ তম ইসামি ফোরাম ২০২৩ এর বিস্তারিত তুলে ধরেন আয়োজকেরা। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতি বছর ভারত, দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্য ইসামি ফোরাম বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয়। 

ইসামির বিভিন্ন দেশের লায়নেরা একই জায়গায় একত্রিত হয়ে বন্ধুত্ব গড়ে তুলে, নিজেদের মতামত বিনিময় এবং ভবিষ্যতের কর্মসূচির পরিকল্পনার জন্য একত্রিত হয়। 

এবার এই আয়োজনটি বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে। তাতে ভারত, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা থেকে আট শতাধিক প্রতিনিধি এবং বাংলাদেশের ৩৫০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। 

মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫, বাংলাদেশ ২০ বছর পর এই ইভেন্ট আয়োজন করার সুযোগ পেয়েছে।

 

সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, 
লায়ন্স ইন্টারন্যাশনালের সঙ্গে জাতিসংঘের একটি পরামর্শমূলক মর্যাদা রয়েছে। সংগঠনটি ১৯১৭ সাল থেকে কাজ করছে। বর্তমানে এটি বিশ্বের বৃহত্তম স্বেচ্ছাসেবী সংস্থা। সারাবিশ্বের ২১০টি দেশে এর কার্যক্রম বিস্তৃত আছে। ১.৪ মিলিয়ন লায়ন এবং লিও এই সংগঠনে একসঙ্গে কাজ করে। ভারত, দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যে (ISAME), অনেক লায়ন এবং লিও একই কারণে একসঙ্গে কাজ করেন।

বাংলাদেশ জাতীয় সংসদের  স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ১৫ ডিসেম্বর এই উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। লায়ন্স ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ড. প্যাট্টি হিল, এলসিআইএফ-এর চেয়ারপারসন ব্রায়ান ই. শিহ্যান, ইন্টারন্যাশনাল ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ফ্যাব্রিসিও অলিভেরা, ইন্টারন্যাশনাল সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট এপি সিং এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা এবং অংশগ্রহণকারীরা ঢাকায় এই অনুষ্ঠানে যোগ দেবেন।
 


ফোরাম পরিকল্পনা কমিটির চেয়ারম্যান আইডি এল.এন. মহেশ পাসকোয়াল; ফোরাম সাংগঠনিক কমিটির চেয়ারম্যান পিআইডি লে. কাজী আকরামউদ্দিন আহমেদ; প্রধান উপদেষ্টা পিআইডি এল.এন. শেখ কবির হোসেন; ভাইস চেয়ারপারসন পিআইডি এল.এন. মোসলেম আলী খান, সেক্রেটারি ফোরাম সাংগঠনিক কমিটির আইডি এনডোর্সি এল.এন. নাজমুল হক; কোষাধ্যক্ষ ফোরাম আয়োজক কমিটি পিডিজি এলএন. সেলিম আহমেদ, হোস্ট কমিটির চেয়ারম্যান ও কাউন্সিল চেয়ারম্যান-এমডি ৩১৫ এলএন মোঃ আব্দুল ওয়াহাব এবং ফোরামের সকল গণ্যমান্য ব্যক্তিকে বিশ্ব মানবিক সেবার জন্য আন্তরিকভাবে কাজ করার জন্য বিশেষ মর্যাদা প্রদান করা হবে।

এই ঢাকা ফোরামে ১৬ ও ১৭ ডিসেম্বর একযোগে ৪টি ধাপে ১৬টি সেমিনার অনুষ্ঠিত হবে। ১৬ ডিসেম্বর পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেবেন বিশিষ্ট অর্থনীতিবিদ , বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর প্রফেসর ড. আতিউর রহমান,    ১৭ ডিসেম্বর অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে থাকবেন আন্তর্জাতিক অটিজম কর্মী এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর নির্বাচিত পরিচালক, দক্ষিণ পূর্ব এশিয়া, মিসেস সায়মা ওয়াজেদ।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম