Logo
Logo
×

কর্পোরেট নিউজ

বনানীর চাঁদনী স্টুডিওতে বিজয়দিবস, শীত ও লাইফস্টাইল উৎসব

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ০২:২৮ এএম

বনানীর চাঁদনী স্টুডিওতে বিজয়দিবস, শীত ও লাইফস্টাইল উৎসব

‘উইন্টার ফেয়ার’ শীর্ষক উৎসবটি, আজ থেকে ১৫ ও ১৬ ডিসেম্বর, এ তিন দিন সকাল থেকে সন্ধ্যা উদযাপিত হবে রাজধানীর বনানীর চাঁদনী স্টুডিওতে।  বনানীর ৫ নম্বর রোড এ অবস্থিত  ৯৭ নম্বর বাড়িটির লিফ্ট এর ৩ - এপার্টমেন্ট ৪ এ। 

স্থপতি এবং শিল্পী পাপিয়া সারওয়ার দিঠি  ; ঢাকার বনানীতে অবস্থিত , ‘ চাঁদনী ষ্টুডিও ’ তে বরাবরের মতো এই লাইফস্টাইল মেলাটির আয়োজন করছেন। সহযোগীতায় আছেন ফারিয়া ইসলাম আনিশা  , সালেকিন সামিন এবং  থং প্রে ম্রো ।

মেলায় অংশগ্রহণ করছেন শহরের সুপরিচিত সৃজনশীল ক্ষুদ্র ব্যবসার উদ্যোক্তাগণ।

এবারের মেলায়, ওয়েলনেস ও শান্তিময় জীবন যাপনের বিশেষ আয়োজনসহ রয়েছে, নাজেম আনোয়ারের ক্যালিগ্রাফি, পাপিয়া সারওয়ার দিঠির 'বানাই' এর শিল্প ও লাইফস্টাইল সামগ্রী, বিস্কুট দা'র বিস্কুট ফ্যাক্টরি, স্পোর কেস, মোহনা  রহমানের, ওউন এর আয়োজনে তানজিনা ইউসুফ, -ক্যান্ডল এন্ড কো. ও ইমু এবং ইল্মা , টোটনেস নিয়ে লামিয়া,  সুরঞ্জনা নিয়ে তৃপ্তি , সুজানা এবং শাওকীর মালবেরি, সানজিদা হক সারার কটন রুটস্, ঢাকা ১২০৭ নিয়ে মাহিয়া তাসনিম, ডি আই ওয়াই আর এর বিন্নী ও পরিভ্রমণ নিয়ে তামিম ।

এরা সকলেই নিজেদের মনের কাজ করেন।  নিজেরা নিজেদের  সৃজনশীল স্বত্তার বহির্প্রকাশ করেন তারের সৃষ্ট বস্তুর মাধ্যমে।

এছাড়াও সুস্বাস্থের বার্তা ট্রানসেন্ডেন্টাল মেডিটেশনের ফ্রী ইন্ট্রো সেশন পরিচালনা করবেন তরিক রহমান ও আনিসুর রহমান, এখানে জানা যাবে রোগমুক্ত ও সৃষ্টিশীল জীবন যাপনের ওয়েলনেস পদ্ধতি ও দেহপ্রকৃতি ও খাদ্যাভ্যাস বিষয়ক প্রাচীন জ্ঞানের আধুনিক জীবন যাপনের সমন্বয়। এর আহ্বান আরও থাকছে  গান , বাঁশির সুর , পিঠা পুলি , মুখরোচক বিভিন্ন খাবার , গল্প , আড্ডা ইত্যাদি। সবার জন্য উন্মুক্ত অনুপম এই উৎসব চলবে সকাল থেকে রাত ৯টা , আয়োজকবন্দ আগ্রহী সকলের উপস্থিতির আহ্বান জানিয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম