ফিনিক্স ফাইন্যান্সের ২৮তম বার্ষিক সাধারণ সভা
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৩, ০৬:৪১ পিএম
ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের ২৮তম বার্ষিক সাধারণ সভা গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। কোম্পানীর চেয়ারম্যান মোহাম্মদ মহসীন ডিজিটাল লিংকে বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন।
কোম্পানীর ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন- পরিচালক মো. জামিরুল ইসলাম, মো. রফিকুর রহমান, স্বতন্ত্র পরিচালক ব্যারিষ্টার রাশনা ইমাম এবং ব্যবস্থাপনা পরিচালক এস, এম, ইন্তেখাব আলম।
সভায় এছাড়া অংশ নেন মোহাম্মদ সাইদুজ্জামান এফসিএ, এফসিএস, উপ-মহা ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানী সচিব এবং কোম্পানীর অন্যান্য উর্ধতন নির্বাহীবৃন্দ।
সভায় শেয়ারহোল্ডারগণ কোম্পানীর সার্বিক কার্যক্রমের প্রতি আস্থ প্রকাশ করে সর্বসম্মতিক্রমে প্রতিটি আলোচ্যসূচি অনুমোদন করেন।