সুইস রাষ্ট্রদূতের ইনসেপ্টা ফার্মা পরিদর্শন
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৩, ০৮:৪০ পিএম
বাংলাদেশে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো র্যাংগলি বৃহস্পতিবার ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের জয়েন্ট ভেঞ্চার ‘সুইস বায়োহাইজেনিক ইকুইপমেন্ট’-এর তেজগাঁওয়ের প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন ইকোনমিক কাউন্সিলর ইরোস রব্বিয়ানি। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ভাইস চেয়ারম্যান হাসনিন মুক্তাদির রাষ্ট্রদূতকে স্বাগত জানান।
পরিদর্শনের সময় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষ থেকে সুইস বায়োহাইজেনিক ইকুইপমেন্টের ম্যানেজিং ডিরেক্টর মোসাদ্দেক মাহমুদ রিজওয়ান ‘সুইস বায়োহাইজেনিক ইকুইপমেন্ট’ উৎপাদিত পণ্য ও গুণগত মান সম্পর্কে প্রেজেন্টেশন দেন।
প্রেজেন্টেশনে উপস্থিত ছিলেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুক্তাদির, ভাইস চেয়ারম্যান হাসনিন মুক্তাদির, ডিজিএম (প্রশাসন) জাহিদুল আলম, সুইস বায়োহাইজেনিক ইকুইপমেন্টের ম্যানেজিং ডিরেক্টর মোসাদ্দেক মাহমুদ রিজওয়ানসহ অন্যরা।