Logo
Logo
×

কর্পোরেট নিউজ

সৈয়দ মাহবুবুর রহমান ‌‘এমডি এবং সিইও অফ দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৩, ০২:২৯ পিএম

সৈয়দ মাহবুবুর রহমান ‌‘এমডি এবং সিইও অফ দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) অতীব গর্বের সঙ্গে জানাচ্ছে যে, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম কর্তৃক আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরিতে 'এমডি এবং সিইও অফ দ্য ইয়ার ২০২৩' পুরস্কারে সম্মানিত হয়েছেন। এই পুরস্কারটি রহমানের দূরদর্শী নেতৃত্ব, কৌশলগত দক্ষতা এবং ব্যাংকিং খাতে দীর্ঘদিনের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ।

এক্ষণে, রহমান আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এই অর্জন তাকে আরও বৃহত্তর পরিসরে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করবে। তিনি এমটিবি বোর্ডকে তার প্রতি অটুট আস্থা এবং সুচিন্তিত দিকনির্দেশনার জন্য ধন্যবাদ জানান। একই সাথে তিনি কেন্দ্রীয় ব্যাংক এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থা সমূহের আন্তরিক সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা ব্যক্ত করেন।

মাহবুবুর রহমান বলেন, এই পুরস্কারটি শুধুমাত্র একটি ব্যক্তিগত অর্জন নয় বরং প্রাতিষ্ঠানিক স্বীকৃতি। সব এমটিবিয়ানের দলগত প্রচেষ্টার ফলস্বরূপ এই স্বীকৃতি অর্জন।

এমটিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও, মো. খালিদ মাহমুদ খান রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে রহমানের পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন।

পরিশেষে, এমটিবি তাদের গ্রাহকবৃন্দ, শুভানুধ্যায়ী এবং সমগ্র এমটিবি পরিবার ব্যাংকের অবিচল আস্থা ও আকুন্ঠ সমর্থন ভবিষ্যতেও থাকবে বলে আশাবাদী।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম