Logo
Logo
×

কর্পোরেট নিউজ

যমুনা ইলেকট্রনিক্সের সঙ্গে আরবিএম ভেঞ্চারের পথচলা শুরু

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৩, ০২:৪০ পিএম

যমুনা ইলেকট্রনিক্সের সঙ্গে আরবিএম ভেঞ্চারের পথচলা শুরু

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর বিশ্ব অর্থনীতির টালমাটালের মাঝে কিছুটা স্বস্তির খবর নিয়ে এসেছে দেশসেরা ইলেকট্রনিক্স ব্র্যান্ড ‘যমুনা’। ক্রেতাদের ক্রমবর্ধমান চাহিদা আর দেশের মানুষের ক্রয়ক্ষমতা ও সহজলভ্যতা বিবেচনায় দেশব্যাপী যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের ব্যবসায়ী পার্টনার সম্প্রসারণের অংশ হিসাবে সাভারের হেমায়েতপুরে শুভ উদ্বোধন করা হলো যমুনা ইলেকট্রনিক্সের এক্সক্লুসিভ ডিলার শোরুম আরবিএম ভেঞ্চার।

যমুনা ইলেকট্রনিক্স'র এক্সক্লুসিভ ডিলার আরবিএম ভেঞ্চারের স্বত্বধিকারী মো. মোরশেদুর রহমান ও মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের হেড অব বিজনেস মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে যমুনা গ্রুপ সদা নিবেদিত। কোটি কোটি মানুষের আস্থায় ধন্য যমুনা ইলেকট্রনিক্সের সকল পণ্য। যমুনার সঙ্গে ব্যাবসায়ী অংশীদারত্ব মানে আপনার ব্যবসায়িক সমৃদ্ধি, ভবিষ্যৎ নিশ্চয়তা এবং সামাজিক স্বীকৃতি। ব্যাবসায়ী মহলে সফল উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠা পেতে আমরা আছি আপনার পাশে। 

এ ছাড়া তিনি ব্যবসা পরিচালনার নানাবিধ দিকনির্দেশনা এবং পণ্যের গুণগত মান নিয়ে বিস্তারিত আলোচনা করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মো.ফিরুজ কাজল (প্যানেল চেয়ারম্যান-১, তেতুলঝড়া ইউনিয়ন পরিষদ), যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলস লিমিটেডের ব্র্যান্ড ডেভেলপমেন্ট ডিজিএম রকিব আহমেদ, সেলস এজিএম মো. মাকসুদুর রহমান, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. সিফাত সাইদ, জোনাল ম্যানেজার মো. রাশেদুল করিম প্রমুখ। 

এই শোরুম থেকে গ্রাহকরা আন্তর্জাতিক মানের যমুনা ব্র্যান্ডের ফ্রিজ, টিভি, এসি ও সকল হোম অ্যাপ্লায়েন্স ক্রয় করতে পারবেন। শুধু তাই নয়, গ্রাহকদের জীবনকে সহজ, সাবলীল ও নিষ্কণ্টক রাখতে বিক্রয় পরবর্তী সার্ভিসও পাওয়া যাবে। উদ্বোধন উপলক্ষ্যে বিভিন্ন পণ্য ক্রয়ে সর্বোচ্চ ২০% নগদ মূল্য ছাড় রয়েছে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম