Logo
Logo
×

কর্পোরেট নিউজ

এনটিটিএন অংশীদারদের সম্মাননা জানাল গ্রামীণফোন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩, ০৮:১৬ পিএম

এনটিটিএন অংশীদারদের সম্মাননা জানাল গ্রামীণফোন

টেলিকম শিল্প খাতসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও অংশীজনদের নিয়ে সম্প্রতি ‘এনটিটিএন পার্টনার সম্মাননা অনুষ্ঠান’ আয়োজন করে গ্রামীণফোন। 

গ্রামীণফোনের ফাইবারাইজেশন যাত্রা এবং দেশের সবচেয়ে বড় ও এক নম্বর নেটওয়ার্ক তৈরির জন্য নেশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) অংশীদারদের সম্মাননা জানাতে সম্প্রতি এ অনুষ্ঠান আয়োজন করে প্রতিষ্ঠানটি।  

অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান তাদের সম্মানিত ছয়জন এনটিটিএন অংশীদারদের ক্রেস্ট এবং আন্তরিক ধন্যবাদ জানান। 

সম্মাননাপ্রাপ্তরা হলো- বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল), পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি), সামিট কমিউনিকেশনস, ফাইবার অ্যাট হোম এবং বাহন লিমিটেড। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ রেলওয়ে (রেল ভবন ঢাকা) বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী (টেলিকম) রুবায়ত শরীফ, বিটিসিএলের উপ-ব্যবস্থাপনা পরিচালক (এসও) সঞ্জীব কুমার ঘটক, সামিট কমিউনিকেশনস লিমিটেডের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) কেএম তারিকুজ্জামান, ফাইবার অ্যাট হোম লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার রাজিব আহমেদ সুলতান, বাহন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামিউল হক, গ্রামীণফোনের হেড অব নেটওয়ার্ক সার্ভিস আবুল কাসেম মহিউদ্দিন আল-আমিন, হেড অব সেন্ট্রাল অপারেশন আশফাকুর রশিদ, হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরীসহ গ্রামীণফোন ও সহযোগী সংস্থার অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা। 

গ্রামীণফোনের প্রধান নির্বাহী (সিইও) ইয়াসির আজমান বলেন, দেশজুড়ে স্মার্ট কানেক্টিভিটি নিশ্চিতে একটি শক্তিশালী নেটওয়ার্ক অবকাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য অর্জনে গ্রামীণফোন ও এর এনটিটিএন অংশীদার প্রতিষ্ঠানসমূহের মধ্যে অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। 

তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলসহ উজ্জ্বল ভবিষ্যতের জন্য স্মার্ট নাগরিক তৈরিতে নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত করতে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার এবং একসঙ্গে কাজ করার এখনই সময়। বিগত বছরগুলোতে আমাদের পাশে থাকার জন্য সব অংশীদারদের ধন্যবাদ।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম