Logo
Logo
×

কর্পোরেট নিউজ

এআইইউবিতে হাইব্রিড রকেট ইঞ্জিন তৈরি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৩, ১১:০১ পিএম

এআইইউবিতে হাইব্রিড রকেট ইঞ্জিন তৈরি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বৃহস্পতিবার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-তে বাংলাদেশে হাইব্রিড রকেট ইঞ্জিন তৈরি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ডা. আনোয়ারুল আবেদীন ইনস্টিটিউট অব ইনোভেশন এবং এআইইউবি সহযোগিতায় অ্যামেচার এক্সপেরিমেন্টাল রকেটি ঢাকা (এইআরডি) এই সেমিনার আয়োজন করেছে। 

এইআরডির সদস্যদের মধ্যে ছিলেন সুজু হেন বালডুইন চেন, শাহজাইব মুয়াজ আবেদীন, স্যাম কুই, ইয়ান মেসারভে, রাজিন আলি, মুশফিকুর শাদিন, এন এম সাইফ কবির, আনহা ইসলাম, ইয়োহান কুলিবালি, লিয়াম অলিভার নোভাক ও ইওজিন কিম। গত সেপ্টেম্বরে এইআরডির সদস্যরা প্রথমবারের মতো বাংলাদেশে হাইব্রিড রকেট ইঞ্জিন সফলভাবে পরীক্ষা চালিয়েছে। সেমিনারে এসময় উপস্থিত ছিলেন এআইইউবি-এর শিক্ষক- শিক্ষিকা, কর্মকর্তা, এইআরডির সদস্য, অভিভাবক এবং ব্র্যাক, এনএসইউ ও এআইইউবির শিক্ষার্থীরা। সেমিনারে কিভাবে তারা রকেট ইঞ্জিন তৈরী করেছে সে বিষয়ে তারা বিস্তারিত আলোচনা করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম