ঢাকা রয়্যাল রোটারি ক্লাবের উদ্যোগে শিশুদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩, ০৬:৫১ পিএম
১১ অক্টোবর রোটারি ক্লাব ঢাকা রয়্যাল সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করার মাধ্যমে ‘আন্তর্জাতিক কন্যা শিশু দিবস’ উদযাপনের জন্য গুলশানের চক্ষু পরিচর্যা কেন্দ্রে একটি "অন্ধত্ব প্রতিরোধ" প্রকল্পের আয়োজন করে।
নির্বাচিত শিশুরা অবিন্তা কবির ফাউন্ডেশন স্কুল থেকে। লিডস। Aristrovision & The Acme Laboratories দ্বারা স্পনসর করা বিনামূল্যে চোখের ওষুধ। দৃষ্টি সমস্যায় আক্রান্ত শিশুদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা প্রদান করেন পিপি ডা. রেজিনা কুদ্দুস।
রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮১ এর ডিস্ট্রিক্ট গভর্নর মো. আশরাফুজ্জামান নান্নু, প্রেসিডেন্ট সাদিয়া শারমিন, সাবেক প্রেসিডেন্ট ডা. রেজিনা কুদ্দুস, রোটারি ক্লাব ঢাকা রয়েল অ্যান্ড অবিন্তা কবির ফাউন্ডেশন স্কুলের সদস্যরা প্রকল্পগুলো উদ্বোধনকালে উপস্থিত ছিলেন।