বাউয়েট ক্যাম্পাসে ‘সাইবার নিরাপত্তা’ শীর্ষক সেমিনার
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩, ০৩:৪৪ পিএম
বাউয়েট ক্যাম্পাসে ‘সাইবার নিরাপত্তা’ শীর্ষক সেমিনার
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসের স্কাইলাইট হলে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে সোশ্যাল ‘ইঞ্জিনিয়ারিং এন্ড এথিক্যাল হ্যাকিং ইন দ্যা কনটেক্সট অব সাইবার সিকিউরিটি থ্রেট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোবরার (০৯ অক্টোবর) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এবং ভারপ্রাপ্ত উপাচার্য কর্ণেল মোহাম্মাদ হামিদুল হক পিএসসি (অব.)।
সেমিনারে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (ডুয়েট), গাজীপুরের সিএসই বিভাগের প্রফেসর ড. মো. ওবায়দুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগীয় প্রধানগণ, ডেপুটি রেজিস্ট্রার একাডেমিক ও শিক্ষার্থীগণ। সেমিনারের মাধ্যেমে শিক্ষার্থীরা সাইবার নিরাপত্তা বিষক বিভিন্ন জানার সুযোগ পেয়েছে।
অনুষ্ঠানের সমন্বয় করেন সিএসই বিভাগের প্রধান ও প্রক্টর অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার এবং সঞ্চালনা করেন সিএসই বিভাগের প্রভাষক নাজমুল সালেহীন।