Logo
Logo
×

কর্পোরেট নিউজ

এফএমসিজিতে যোগ দিলেন গালীব বিন মোহাম্মদ 

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩, ০৪:৫১ পিএম

এফএমসিজিতে যোগ দিলেন গালীব বিন মোহাম্মদ 

গালীব বিন মোহাম্মদ বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ফাস্ট-মুভিং কনজিউমার গুডস (এফএমসিজি) ডিভিশনের স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটর (এসবিইউ) নতুন বিজনেস হেড হিসেবে যোগ দিয়েছেন।

বাংলাদেশের কর্পোরেট জগতের পরিচিত মুখ গালীব বিন মোহাম্মদ ১৮ বছরের বেশি সময় ধরে বিভিন্ন বহুজাতিক এবং দেশীয় প্রতিষ্ঠানে কাজ করেছেন। মেঘনা গ্রুপের নতুন এই পদে তিনি ভোক্তা, গ্রাহক ও স্টেকহোল্ডারদের চাহিদা এবং প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, প্রাসঙ্গিক এবং লাভজনক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বাজারের মেঘনা গ্রুপের পণ্যগুলোর শক্ত অবস্থান তৈরিতে কাজ করবেন।

মেঘনা গ্রুপের যোগদানের আগে গালীব আরলা ফুডস বাংলাদেশের হেড-অফ-মার্কেটিং পদে সাত বছর কাজ করেছেন, যেখানে তিনি ডানো ব্র্যান্ডের রেকর্ড পরিমান ব্যবসায়িক প্রবৃদ্ধিতে তিনি অবদান রেখেছেন। আরলার আগে তিনি নেসলে বাংলাদেশ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এসিআই কনজিউমার এবং প্রাণ গ্রুপের মতো বিখ্যাত আন্তর্জাতিক ও দেশীয় প্রতিষ্ঠানে কাজ করেছেন।

পেশাগত পরিচয়ের পাশাপাশি গালীব একজন একজন সুপরিচিত লেখক হিসাবেও পাঠক মহলে পরিচিত । দেশের ব্র্যান্ড-মার্কেটিং প্র্যাক্টিস ও ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে তার লিখিত তিনটি বই ইতিমধ্যেই পাঠকপ্রিয়তা অর্জন করেছে।
গালীব বিন মোহাম্মদের ভোক্তা-কেন্দ্রিক বিভিন্ন কৌশলের মাধ্যমে এফএমসিজি সেক্টরে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ নতুন পরিবর্তন এবং উন্নতি নিয়ে আসবে যা কোটি কোটি বাংলাদেশি গ্রাহকদের দৈনন্দিন জীবনে ইতিবাচকভাবে প্রভাব ফেলবে বলে আশা করা যায়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম