Logo
Logo
×

কর্পোরেট নিউজ

সায়েন্টিফিক সম্মেলনে বিশেষজ্ঞরা

হরমোনজনিত সমস্যা ও প্রতিকারে প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৪ পিএম

হরমোনজনিত সমস্যা ও প্রতিকারে প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা

পলিসিস্টিক ওভারি সিনড্রোম সংক্ষেপে পিসিওএস প্রজননক্ষম নারীদের একটি অন্যতম প্রধান হরমোন ও বিপাকজনিত সমস্যা। প্রতি ১০ জন নারীর একজন এ সমস্যায় আক্রান্ত হচ্ছে। এ ধরনের রোগের প্রতিকার ও প্রতিরোধে প্রয়োজন সবার সমন্বিত প্রচেষ্টা।

ঢাকা ক্লাবে সোমবার অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল ডায়াবেটোলজিস্ট অ্যান্ড এন্ডোক্রাইনোলজিস্ট অব বাংলাদেশ (এসেডবি) আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকরা এ কথা বলেন।

সেমিনারে সভাপতিত্ব করেন এসিইডিবি’র প্রেসিডেন্ট, বিএসএমএমইউ-এর এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. ফরিদউদ্দিন। সেমিনারটির সায়েন্টিফিক সহযোগী হিসাবে ছিল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সেমিনারে পিসিওএস : বাংলাদেশ প্ররিপ্রেক্ষিত বিষয়ে প্রেজেন্টেশন দেন বিএসএমএমইউ-এর হরমোন বিশেষজ্ঞ ডাক্তার হুরজাহান বানু ও পিসিওএস ব্যবস্থাপনার ওপর প্রেজেন্টেশন দেন স্কয়ার হাসপাতালের অ্যাসোসিয়েটেড কনসালট্যান্ট ডা. সাদিক তুকান।

বিশেষজ্ঞ প্যানেল আলোচক হিসাবে বক্তৃতা করেন- ওজিএসবির সভাপতি (ইলেক্ট) অধ্যাপক ডা. ফিরোজা বেগম, সিএমএইচ-এর এন্ডোক্রাইনোলজি বিভাগের বিভাগীয় প্রাক্তন প্রধান বি. জে. ডা. আনোয়ারুল কবীর, বিএসএমএমইউ-এর ডার্মাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কামরুল হাসান জায়গীরদার, শমরিতা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল জলিল আনসারী, বিএসএমএমইউ-এর রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফারটিলিটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জেসমিন বানু।

সেমিনার পরিচালনা করেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এন্ডোক্রাইনোলজিস্ট ডা. ইন্দিরা রায়। ধন্যবাদ জ্ঞাপন করেন এসেডবির কোষাধ্যক্ষ সহযোগী অধ্যাপক ডা. একেএম আমিনুল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন- এসিইডিবি’র মহাসচিব অধ্যাপক ডা. ইন্দ্রজিত প্রাসাদ। সংবাদ বিজ্ঞপ্তি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম