Logo
Logo
×

কর্পোরেট নিউজ

বাটা গ্রুপের প্রতিষ্ঠা দিবস উদযাপন 

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৬ পিএম

বাটা গ্রুপের প্রতিষ্ঠা দিবস উদযাপন 

বাটা একটি বহুপরিচিত ঐতিহ্যবাহী ফুটওয়্যার ব্র্যান্ড। ২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে তাদের প্রতিষ্ঠা দিবস পালন করেছে গ্রুপটি। 

এত বছরের অসাধারণ যাত্রাকে স্মরণ করার পাশাপাশি, বিশ্বব্যাপী কর্মী, গ্রাহক এবং সমাজকে সম্মিলিত করতে বাটা বিশ্বব্যাপি এই ইভেন্টটির আয়োজন করেছে। ১৮৯৪ সালের এই দিনে যাত্রা শুরু হয় প্রতিষ্ঠানটি।  

দিনটি স্মরণীয় করে রাখতে, এই প্রথমবারের মত বাটা চিলড্রেনস্ প্রোগ্রামের চেয়ারম্যান, মনিকা পিগনাল বাটা বাংলাদেশ পরিদর্শনে এসেছেন। বাটা চিলড্রেনস্ প্রোগ্রাম, শিশুদের জীবন কিভাবে প্রভাব ফেলছে তা প্রত্যক্ষ দর্শন করতে তিনি বিসিপি স্কুলও পরিদর্শন করেন। 

এই প্রোগ্রামে মনিকা পিগনাল বাটা র সাথে বাটা বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর, দেবব্রত মুখার্জি ও অন্যান্য ঊর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠা দিবসের মূলে রয়েছে বাটার অন্যতম প্রধান লক্ষ্য - জীবনকে উন্নত করা। বাটা চিলড্রেনস প্রোগ্রাম (বিসিপি)-এর মাধ্যমে, স্থানীয় ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সাথে পার্টনারশিপের দ্বারা সংস্থাটি শিশুদেরকে তাদের সম্ভাবনার শিখরে পৌঁছাতে সহায়তা করে। ২০১১ সাল থেকে, বাটা-র কর্মকাণ্ডের আওতাধীন এলাকাগুলোতে ৪০০,০০০-এরও বেশি শিশুকে সহায়তা করেছে।
 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম