টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে নবনিযুক্ত তথ্য কমিশনারের শ্রদ্ধা
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৩ পিএম
![টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে নবনিযুক্ত তথ্য কমিশনারের শ্রদ্ধা](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/09/03/image-714044-1693735394.jpg)
নবনিযুক্ত তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। ছবি : সংগৃহীত
নবনিযুক্ত তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন।
রোববার সকালে বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতার মহান স্থপতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তথ্য কমিশনার।
পুষ্পস্তবক অর্পণের পর তিনি বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। পরে তিনি সেখানে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।