Logo
Logo
×

কর্পোরেট নিউজ

ইউল্যাব মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের কারিকুলাম ইন্টিগ্রেশন

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ২২ আগস্ট ২০২৩, ০৮:২৭ পিএম

ইউল্যাব মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের কারিকুলাম ইন্টিগ্রেশন

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগ শুক্রবার সামার-২৩ এর কারিকুলাম ইন্টিগ্রেশনের আয়োজন করে বাংলাদেশ  শিল্পকলা একাডেমি।  সামার-২৩ কারিকুলাম ইন্টিগ্রেশনের মূল বিষয়বস্তু  ছিল ‘গ্রুপ পোলারাইজেশন’। 

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ও পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত। তিনি তার বক্তব্যে বলেন, ‘একজন চলচ্চিত্র নির্মাতা হিসাবে, সেটে সবার মূল্যবোধ একই রকম থাকে না। প্রত্যেকের গল্পই ভিন্ন। এখানে প্রত্যেকের মূল্যবোধের গুরুত্ব বিবেচনায় রাখার খুবই জরুরি। 

অনুষ্ঠানটি উদ্বোধনের পর অতিথিরা গ্যালারি পরিদর্শন করেন। অনুষ্ঠানে মিডিয়া স্টাডিজ ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক জুড উইলিয়াম হেনিলো ‘গ্রুপ পোলারাইজেশন’ এবং বর্তমান সময়ের প্রাসঙ্গিকতা বিষয়ে বক্তব্য দেন। ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল কাদের।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম