Logo
Logo
×

কর্পোরেট নিউজ

চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে বিজিবি 

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৩, ১০:৫১ এএম

চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে বিজিবি 

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উদ্যোগে চলমান বৈরী আবহাওয়া ও ভারি বর্ষণের কারণে সৃষ্ট বন্যা ও পাহাড়ধসের ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকালে বিজিবির বিভিন্ন ব্যাটালিয়নের উদ্যোগে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ৬০০ পরিবারকে ত্রাণসামগ্রী দেওয়া হয়। 

এর মধ্যে চট্টগ্রাম ব্যাটালিয়ন (৮ বিজিবি)-এর উদ্যোগে ২০০ পরিবার, আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর উদ্যোগে ১০০ পরিবার, রাঙামাটি সেক্টর সদরসহ অধীনস্থ ব্যাটালিয়নসমূহ এবং গুইমারা সেক্টরের অধীনস্থ খেদাছড়া ও যামিনীপাড়া ব্যাটালিয়ন ৩২৯ পরিবারকে ত্রাণসামগ্রী দেওয়া হয়।

বুধবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম, পিবিজিএমএস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।      

এদিকে ত্রাণসামগ্রীতে ছিল— ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি সয়াবিন তেল, ২ কেজি আলু, ১/২ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ ও অন্যান্য মসলাদি। 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম