এনএসইউতে ‘মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৩, ০৪:০৬ পিএম
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) পলিটিক্যাল সাইন্স অ্যান্ড সোশিওলজি বিভাগের অধীনে পরিচালিত ‘মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম’ প্রোগ্রামের প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। নিউজরুম ও শ্রেণিকক্ষের মধ্যে ব্যবধান কমিয়ে পেশাগত সক্ষমতা গড়ে তুলতে গত বছর এ প্রোগ্রামটি শুরু হয়েছিল।
এই উপলক্ষে রোববার (৬ আগস্ট) এনএসইউর সিন্ডিকেট হলে বর্ষপূর্তি উদযাপনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আতিকুল ইসলাম। অধ্যাপক আতিকুল আধুনিক প্রযুক্তিতে দক্ষ গণমাধ্যম কর্মী গড়ে তুলতে এনএসইউর দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন চ্যানেল আইএর প্রতিষ্ঠাতা পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। তিনি কৃষি বিষয়ে তার বিখ্যাত টিভি প্রোগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি কারিগরি অগ্রগতি এবং অত্যাধুনিক গবেষণাসহ বিভিন্ন বিষয়ে চতুর্থ শিল্প বিপ্লবে সাংবাদিকতার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
এনএসইউর পলিটিক্যাল সাইন্স অ্যান্ড সোশিওলজি বিভাগের চেয়ার এবং এনএসইউর এসআইপিজির পরিচালক অধ্যাপক এস কে তৌফিক এম হক সবাইকে স্বাগত জানিয়ে ‘মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম’ প্রোগ্রামের উল্লেখযোগ্য অর্জন তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনএসইউর স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. আব্দুর রব খান।
এ ছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম প্রোগ্রামের সহকারী অধ্যাপক ড. সামিখশা কৈরালা; মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম প্রোগ্রামের ফ্যাকাল্টি আসিফ বিন আলি এবং এনএসইউর অন্যান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম প্রোগ্রামের সহযোগী অধ্যাপক এবং এনএসইউর পাবলিক রিলেশনস অফিসের পরিচালক ড. এস এম রেজওয়ান উল আলম। সবাইকে ধন্যবাদ জানান মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম প্রোগ্রামের সহকারী অধ্যাপক ড. তৌফিক ই এলাহী।