Logo
Logo
×

কর্পোরেট নিউজ

ময়মনসিংহে কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ড ইলেক্ট্রনিক্স পণ্যের আউটলেট উদ্ধোধন

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ২২ জুলাই ২০২৩, ১২:৫৬ পিএম

ময়মনসিংহে কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ড ইলেক্ট্রনিক্স পণ্যের আউটলেট উদ্ধোধন

বিশ্বের নাম্বার ওয়ান কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ড ইলেক্ট্রনিক্স পণ্যের উৎপাদনকারী ও বাজারজাতকারী গ্রুপ ইলেক্ট্রো মার্টের সেলস এন্ড ডিসপ্লে সেন্টার সুবিশাল পরিসরে বিভাগীয় শহর ময়মনসিংহে শুভ উদ্ধোধন ঘোষণা করা হয়। 

সম্প্রতি গ্রুপটির চেয়ারম্যান মোহাম্মদ নূরুন নেওয়াজ সেলিম, গ্রী এয়ারকন্ডিশনারের দক্ষিণ এশিয়ার অঞ্চল প্রধান রাইয়ান চ্যুং, ডিএমডি মো. নুরুল আফছার, পরিচালক নূরুল আজিম সানি, মহাব্যবস্থাপক (সেলস অ্যান্ড মার্কেটিং)  মাহমুদুন নবী চেীধুরী, উর্ধ্বতন ব্যবস্থাপক (রিটেল ডিভিশন) মো. জুলহাক হোসাইন এবং এলাকার বিশিষ্ঠ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উক্ত সেলস ও ডিসপ্লে সেন্টারের উদ্ধোধন ঘোষণা করা হয়। 

গ্রুপটির চেয়ারম্যান জানান  বিশ্বমানের ইলেকট্রনিক্স পণ্য গ্রাহকদের হাতের নাগালে সহজে পৌঁছে দেওয়া এবং বিক্রয়োত্তর সর্বোত্তম সেবা দেওয়ার লক্ষ্যে সেলস এবং ডিসপ্লে সেন্টারের কার্যক্রম পরিচালনা করছে গ্রুপটি। 

গ্রাহকদের চাহিদা ও ক্রয়ক্ষমতার প্রতি লক্ষ্য রেখে মানসম্মত, পরিবেশ বান্ধব ও আন্তজার্তিক মানের পণ্য ও বিক্রয়োত্তর সর্বোত্তম সেবা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। 

তিনি আরও জানান, গ্রাহকদের আস্থা, বিশ্বাস ও ভালোবাসায় গ্রী এসি বাংলাদেশে সুপার ব্র্যান্ড এসির স্বীকৃতি পেয়েছে। দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে দেশের ইলেক্ট্রনিক্স ও হোম এ্যাপল্যায়েন্স পণ্যের গ্রাহকদের চাহিদা বিশ্বস্ততা ও সুনামের সাথে পূরণ করছে কনকা, গ্রী ও হাইকো  ব্র্যান্ডের পণ্য। 

গ্রী দেশে এয়ার কন্ডিশনার চাহিদার সিংহভাগ, কনকা ইলেক্ট্রনিক্স পণ্য সামগ্রীর চাহিদার প্রায় ৩০ শতাংশের অধিক এবং হাইকো ব্র্যান্ডের ইলেক্ট্রনিক্স পণ্য দেশের চাহিদার প্রায় ৭-১০ শতাংশ দখল  করে আছে। এছাড়া কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ডের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপলায়েন্স পণ্যের বিশেষ বৈশিষ্ঠ্য, গুণগতমান, গ্রহণযোগ্যতা, বিক্রয়োত্তর সেবা এবং সাশ্রয়ী মূল্যের কারণে বর্তমানে বিশ্বব্যাপী গ্রাহকদের প্রথম পছন্দ। দেশব্যাপী গ্রাহকদের ব্যাপক চাহিদার কারণে এবং নিরিবিচ্ছিন্ন সেবা প্রদানের লক্ষ্যে দেশের প্রতিটি অঞ্চলে সেলস ও ডিসপ্লে সেন্টার খোলার বিশেষ কার্যক্রম হাতে নিয়েছে ইলেক্ট্রো মার্ট কর্তৃপক্ষ। সেলস ও ডিসপ্লে সেন্টার উদ্ধোধন উপলক্ষ্যে  রয়েছে আকর্ষণীয় বিশেষ ছাড়। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম