দ্বিতীয় প্রান্তিকেও প্রবৃদ্ধির ধারা অব্যাহত রেখেছে লাফার্জহোলসিম
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ২১ জুলাই ২০২৩, ০৯:৪১ পিএম
লাফার্জের এপ্রিল থেকে জুন এই তিন মাসে নীট বিক্রি বেড়েছে শতকরা ৩৪ ভাগ। একই সময়ে পরিচালন মুনাফা শতকরা ৬৮ ভাগ বেড়ে হয়েছে ২,১৬৭ মিলিয়ন টাকা। বাণিজ্যিক শ্রেষ্ঠত্ব ও উদ্ভাবনী পণ্যের বৈচিত্র্যে উন্নতি হয়েছে।
এ প্রসঙ্গে লাফার্জহোলসিম বাংলাদেশ এর প্রধান নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ ইকবাল চৌধুরী বলেছেন, “আমাদের সকলের পারফরমেন্সেই এই অর্জন সম্ভব হয়েছে। আমি দারুন এই ফলাফল অর্জনে লাফার্জহোলসিম বাংলাদেশ এর সকল কর্মী, বিজনেস পার্টনার এবং গ্রাহকদের অনবদ্য অবদানের জন্য ধন্যবাদ জানাই। তাদের দায়বদ্ধতা ছাড়া এই অর্জন সম্ভব ছিলনা। তৎপরতা, ব্যয় সংকোচন এবং উদ্ভাবন এর উপর আমাদের চলমান আলোকপাতের দ্বারা বছরের দ্বিতীয় প্রান্তিকেও দারুন পারফরমেন্স ধরে রাখার মাধ্যমে পুরো বছরের জন্য একটি শক্ত ভিত্তি স্থাপিত হলো।
২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) নীট বিক্রি শতকরা ৩৪ ভাগ বেড়ে হয়েছে ৬,৭১০ মিলিয়ন টাকা; গত বছর একই সময়ে এর পরিমান ছিল ৫,০১৪ মিলিয়ন টাকা। একই সময়ে পরিচালন মুনাফা শতকরা ৬৮ ভাগ বেড়ে ২,১৬৭ মিলিয়ন টাকা হয়েছে। আমাদের ব্যয় সংকোচন নীতি এই প্রান্তিকেও অব্যহত ছিল যা সামগ্রিক ফলাফলে উল্লেখযোগ্য ইতিবাচক ভূমিকা রেখেছে। একটি অস্থির ও উচ্চ খরচের পরিবেশে আমরা সাবধনতার সাথে আমাদের অপারেশন পরিচালনার মাধ্যমে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছি। তবে সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে প্রবৃদ্ধির ধারা ধরে রেখে আরো একটি দারুন বছর উপহার দেয়ার ব্যাপারে আমরা আশাবাদী।