Logo
Logo
×

কর্পোরেট নিউজ

বাজারে এলো ফর্টিফাইড ও টেস্টি এসএমসি বিস্কুট

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ২০ জুলাই ২০২৩, ০৭:২৯ পিএম

বাজারে এলো ফর্টিফাইড ও টেস্টি এসএমসি বিস্কুট

পরিবার পরিকল্পনা, নারী ও শিশু স্বাস্থ্য এবং পুষ্টিখাতে দেশের মানুষের উন্নয়নের সামগ্রিক লক্ষ্য নিয়ে এসএমসি স্বাধীনতা পরবর্তী সময় থেকে কাজ করে আসছে। 

বিগত ৪৯ বছর ধরে এসএমসি জীবন রক্ষাকারী স্যালাইন হিসেবে ওরস্যালাইন-এন, সকল ধরণের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিসমূহ, নারীর মেনস্ট্রুয়াল স্বাস্থ্য সুরক্ষায় জয়া স্যানিটারি ন্যাপকিন, ফর্টিফাইড পাউডার ড্রিঙ্ক টেস্ট মি, গ্লুকোজ পাউডার ড্রিঙ্ক বোল্ট, দেশের প্রথম ইলেক্ট্রোলাইট ড্রিঙ্ক এসএমসি প্লাসসহ বিভিন্ন উন্নত মানের উদ্ভাবনী পণ্য বাজারজাত করে আসছে। 

তারই ধারাবাহিকতায় এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড এবার নিয়ে এলো বাংলাদেশের প্রথম মাইক্রোনিউট্রিয়েন্ট ফর্টিফাইড ও টেস্টি এসএমসি বিস্কুট। মজাদার স্বাদের সাথে এতে আছে ৭টি ভিটামিন ও মিনারেল (ভিটামিন এ, সি, ডি, ই, ফলিক এসিড, ক্যালসিয়াম, জিঙ্ক) যা পরিবারের সকল সদস্যদের দিবে একইসাথে স্বাদ ও পুষ্টির নিশ্চয়তা। 

কোন প্রকার কৃত্রিম রঙ এবং প্রিজারভেটিভবিহীন এসএমসি বিস্কুট সব বয়সী মানুষের জন্যই স্বাস্থ্যসম্মত। বর্তমান বাজারে কোন ফর্টিফাইড ও টেস্টি বিস্কুট না থাকায় এসএমসি বিস্কুট নিঃসন্দেহে একটি নতুন মাত্রা যোগ করবে। 

সম্প্রতি ঢাকার এসএমসি হেড অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে এসএমসি বিস্কুটের বাজারজাতকরণ শুরুর ঘোষণা দেয়া হয়। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম