কিউএস বিশ্ব র্যাংকিংয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ১৯ জুলাই ২০২৩, ০৪:১৮ পিএম
বিশ্ব র্যাংকিংয়ে জায়গা করে নিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলো র্যাংকিংয়ের তথ্য প্রকাশ করেছে।
কিউএসের ওয়েবসাইটে ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৪ টপ গ্লোবাল ইউনিভার্সিটি’ শীর্ষক র্যাংকিং প্রকাশ করেছে সংস্থাটি। র্যাংকিংয়ে ইউআইইউ দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তৃতীয় এবং সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পঞ্চম অবস্থান অর্জন করেছে। এবার কিউএসের র্যাংকিংয়ে বিশ্বের ১২০১-১৪০০ বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হলো ইউআইইউ।