Logo
Logo
×

কর্পোরেট নিউজ

জ্ঞানচর্চার সঙ্গে নৈতিকতা চর্চা চাই

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১৮ জুলাই ২০২৩, ১০:৩৭ পিএম

জ্ঞানচর্চার সঙ্গে নৈতিকতা চর্চা চাই

তরুণ শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে বিরত থেকে এবং গভীর মনোযোগের সাথে পাঠ জীবন সমাপ্ত করে দেশ গড়ার কাজে নিয়োজিত হবার আহ্বান জানিয়েছেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী।

মঙ্গলবার রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রায় ৩০০ শিক্ষার্থী বিজ্ঞান জাদুঘর পরিদর্শনে আসলে তাদের উদ্দেশ্যে বক্তৃতাকালে এ আহ্বান জানানো হয়। 

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, জ্ঞানচর্চার পাশাপাশি নৈতিক জীবন গড়তে হবে। মিথ্যা, অন্যায় ও অপরের ক্ষতি সাধন থেকে বিরত থেকে নিজেকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। 

এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে ৩টি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মধ্যে ৯ জনকে বিজয়ী ঘোষণা করে বিজ্ঞান জাদুঘরের পক্ষ থেকে স্মারক উপহার প্রদান করা হয়। 

কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা হলেন- হাসান মাশহুর তাবীব, মো. রিফাত, সায়েদ সাবিত, ফাহিম আহম্মেদ, নাবিল হোসাইন, ফাহিম আজিজ, সাকিব বিন রফিক, অভীক রঞ্জন এবং শাদমান তাকি। 

অনুষ্ঠানে বিজ্ঞান জাদুঘরের কর্মকর্তা ও রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।     

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম