সেরা আন্তর্জাতিক ব্যাংকের স্বীকৃতি পেল স্ট্যান্ডার্ড চার্টার্ড
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৫ জুলাই ২০২৩, ০৯:৪৭ পিএম
এশিয়ামানি সেরা ব্যাংক আওয়ার্ড ২০২৩-এ ‘সেরা আন্তর্জাতিক ব্যাংক’ ক্যাটাগরিতে স্বীকৃতি পেয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। এ নিয়ে টানা সপ্তমবারের মতো এ গৌরব অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
ডিজিটালাইজেশনের মাধ্যমে গ্রাহকের অভিজ্ঞতার উন্নতিকরণ, সুবিধাবঞ্চিতদের অন্তর্ভুক্তিমূলক কর্মকাণ্ড এবং প্রতিনিয়ত উদ্ভাবনকে শক্তিশালী করে শিল্পখাতের ভেতরে ও বাইরে স্ট্যান্ডার্ড চার্টার্ডের প্রতিশ্রুতি ও দ্বায়বদ্ধতার অবদান স্বীকৃতি স্বরূপ এ সম্মাননাটি প্রদান করা হয়।
স্ট্যান্ডার্ড চার্টার্ডের নিম্ন-কার্বন নিঃসরণ কর্মকান্ডের মাধ্যমে দেশের কৃষি ও উদ্যোক্তা খাতকে পরিবর্তনের পাশাপাশি ব্যাংকটির অর্থায়ন ও নেট-জিরো প্রয়াসের অগ্রগতির ফলে এশিয়ামানির প্রশংসা অর্জন করেছে প্রতিষ্ঠানটি। এছাড়াও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়াতে কাজ করে যাচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, ১১৮ বছর ধরে বাংলাদেশে আমাদের যাত্রা অব্যাহত রয়েছে যেখানে দেশের অগ্রগতি ও উন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। একটি ক্যাশলেস ইকোনমি গড়ে তুলতে, প্রযুক্তির দ্বারা বাণিজ্য এবং বিনিয়োগ ত্বরান্বিত করতে, টেকসই অর্থায়নের সুবিধার মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের বৃদ্ধিতে, কমিউনিটি বিনিয়োগগুলিকে শক্তিশালী করে চরের কৃষকদের ক্ষমতায়ন এবং অনেক ক্ষেত্রে আমাদের অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা।
দীর্ঘ ১১৮ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে নিরবচ্ছিন্ন কার্যক্রম পরিচালনা করা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকই দেশের একমাত্র বহুজাতিক ব্যাংক। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক জাতির কল্যাণে, অর্থনৈতিক বৈষম্য দূরীকরণে এবং পরিবেশ রক্ষার মাধ্যমে দেশের বাণিজ্য ও উন্নয়ন যাত্রার দীর্ঘস্থায়ী গর্বিত অংশীদার। স্ট্যান্ডার্ড চার্টার্ড মহামারী চলাকালেও দেশের সমৃদ্ধির যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং ২০২২ সালে ২৫টি আন্তর্জাতিক পুরষ্কার অর্জন করেছে।
এশিয়ামানি একটি আর্থিক প্রকাশনা, যা বাণিজ্য ও অর্থ সংক্রান্ত বিষয়বস্তু প্রকাশ করে থাকে। এশিয়ামানির প্রতিটি সংখ্যায় এশিয়ার আটটি বাজারে এর বিশ্লেষণমূলক প্রতিবেদন এবং ব্যাংকিং খাতে পুরস্কার প্রকাশ করা হয়। এশিয়ামানি বেস্ট ব্যাংক অ্যাওয়ার্ডের লক্ষ্য হলো বিগত ১২ মাসে কোন ব্যাংকগুলো কোর ব্যাংকিং কার্যক্রমের পরিসরে তাদের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে তা চিহ্নিত করা।