পেইন্টস খাতে দক্ষ কর্মী গড়ে তুলতে নারীদের প্রশিক্ষণ দিল বার্জার
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ১৩ জুন ২০২৩, ০২:৫৬ পিএম
দেশের পেইন্টস খাতে দক্ষ নারী কর্মী গড়ে তুলতে এবং এই পেশায় আসতে নারীদের আগ্রহী করতে বার্জার প্রথমবারের মতো ‘ফিমেল পেইন্টার্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ হাতে নিয়েছে। সম্প্রতি এই প্রোগ্রামের আওতায় বার্জার পেইন্টার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) থেকে ৪০ জন নারী প্রশিক্ষণ পেয়েছেন। সরকারের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) কারিকুলাম অনুসরণ করে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
প্রোগ্রামের প্রথম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হওয়ায় সোমবার (১২ জুন) রাজধানীর তেজগাঁওয়ে বার্জার পেইন্টার্স ট্রেনিং ইনস্টিটিউটে সনদ বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনএসডিএ’র নির্বাহী চেয়ারম্যান নাসরীন আফরোজ। বিশেষ অতিথি ছিলেন বার্জার পেইন্টসের প্রধান বিপণন কর্মকর্তা তানজিন ফেরদৌস আলম এবং বার্জার পেইন্টস লাক্সারি সিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জয়া আহসান। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে নাসরীন আফরোজ বলেন, ‘বর্তমানে নারীরা কর্মসংস্থানের তাগিদে নানা ধরনের পেশায় যুক্ত হচ্ছেন। আর সেসব পেশাতে ভালো করতে দরকার দক্ষতার উন্নয়ন। সরকারি সংস্থার সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে পেইন্ট শিল্পে দক্ষ নারী কর্মী গড়ে তোলার ক্ষেত্রে বার্জারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। এই প্রশিক্ষণ কার্যক্রম দেশের নারী পেইন্টার ও তাদের পরিবারের সদস্যদের জীবনের মানোন্নয়নে ভূমিকা রাখবে।’
তানজিন ফেরদৌস আলম বলেন, ‘বাংলাদেশে পেইন্টের কাজ ছেলেদের জন্য উপযুক্ত বলে ধরে নেওয়া হয়। আমরা এই ধারনা পরিবর্তন করে পেইন্টিংয়ে নারীদের যুক্ত করতে চেয়েছি। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সহযোগিতায় বার্জার পেইন্টার্স ট্রেনিং ইনস্টিটিউটের এই প্রশিক্ষণের মাধ্যমে নারীদের কর্মদক্ষতা যেমন বেড়ে যাবে, তেমনই প্রোডাক্ট অ্যাপ্লিকেশনে সঠিক প্রসেস জানার পর দেয়ালে সঠিক পদ্ধতিতে রং প্রয়োগ করলে আমাদের পণ্যের গুণ ও মান ঠিক থাকবে।’