স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের নেতৃত্বে রায়হান-সাব্বির
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৮ জুন ২০২৩, ০১:৩০ এএম
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের নতুন কমিটি ঘোষিত হয়েছে। এতে সভাপতির দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগের শিক্ষার্থী রায়হান খান আকাশ এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাংবাদিকতা বিভাগের মোহাম্মদ সাব্বির।
বুধবার বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এ কমিটি অনুমোদন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ও স্টামফোর্ড ফোরাম স্টিয়ারিং কমিটির কনভেনর ড. ফারাহনাজ ফিরোজ।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপউপচার্য প্রফেসর ড. ইউনুছ মিয়া, সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান প্রফেসর কাজী আব্দুল মান্নান, আইন বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা আক্তার, স্টামফোর্ড সাংবাদিক ফোরামের কনভেনর সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন, স্টুডেন্ট ওয়েলফেয়ার উপদেষ্টা রেহানা আক্তার, জনসংযোগ প্রধান সুপা সাদিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি জাকিউর রহমান, নুসরাত জাহান সুমাইয়া এবং তানঝুম নিবিড়; যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরা সিমরান, আহমদ মানিক এবং জিহাদুল ইসলাম; সাংগঠনিক সম্পাদক ঐশ্বর্য ইকা, অর্থ সম্পাদক রাশেদুল ইসলাম, দপ্তর সম্পাদক খালিদ আহমেদ রাজা, প্রচার সম্পাদক এনামুল হক নাইম, প্রশিক্ষণ সম্পাদক মরিয়ম মীম, সাংস্কৃতিক সম্পাদক তানজুম জয়া। কার্যনিবার্হী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন আফরোজা, রাহা মনি, মারুফ, ইফাজ, হ্যাপি ঘোষ, সাজনাত ছোয়া, ইশা, নাহিন, রাহাত, মারুফ এবং বৃষ্টি রাণী দাস।