রূপালী চৌধুরীর চুক্তির মেয়াদ বাড়াল বার্জার, নিয়োগ দিয়েছে নতুন সিওও
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ০১ জুন ২০২৩, ১০:৪৪ পিএম
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের (বিপিবিএল) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রূপালী চৌধুরীর সঙ্গে চুক্তির মেয়াদ তিন বছর বাড়ানো হয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্যদের সাধারণ সভার সুপারিশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া মো. মহসিন হাবিব চৌধুরীকে নতুন চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, একজন এক্সিকিউটিভ থেকে শুরু করে ২০০৮ সালে বাংলাদেশের নেতৃস্থানীয় এক বহুজাতিক প্রতিষ্ঠানের প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক হন রূপালী চৌধুরী। তাঁর অদম্য সংকল্প ও কাজের ক্ষেত্রে নৈপুণ্যের কারণে তিনি অনেকের জন্যই অনুপ্রেরণা। তিনি ২০০৮ সাল থেকে কৃতিত্বের সঙ্গে বিপিবিএলের সাফল্য এবং সামগ্রিকভাবে শিল্প খাতে উল্লেখযোগ্যভাবে অবদান রেখে চলেছেন। সম্প্রতি তিনি টাইম ম্যাগাজিনেও স্থান করে নিয়েছেন।
নতুন সিওও মো. মহসিন হাবিব চৌধুরী আট বছর বিপিবিএলে সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সিনিয়র জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করেছেন।