Logo
Logo
×

কর্পোরেট নিউজ

চলতি বছরের প্রথম প্রান্তিকে আইডিএলসি ফাইন্যান্সের মুনাফা ৩৪.৪ কোটি টাকা

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১৪ মে ২০২৩, ১০:৫১ পিএম

চলতি বছরের প্রথম প্রান্তিকে আইডিএলসি ফাইন্যান্সের মুনাফা ৩৪.৪ কোটি টাকা

আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড, দেশের বৃহত্তম নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, ২০২৩ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ৩৪.৪ কোটি টাকা কর-পরবর্তী মুনাফা রিপোর্ট করেছে। 

২০২২ সালের প্রথম প্রান্তিকে মুনাফার পরিমাণ ছিল ৪৮.৩ কোটি টাকা । গত ১৪ মে কোম্পানির ৩২৬তম বোর্ড সভায় এই বছরের প্রথম প্রান্তিকের আর্থিক বিবরণী ঘোষণা করা হয়েছে।  

বিবরণী অনুযায়ী, কর-পরবর্তী নিট মুনাফা আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ২৯% কমেছে। 

কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক আরোপিত রেট ক্যাপের কারণে সুদের আয় কমেছে ও ডেপোজিট পেমেন্টের পরিমাণ বেড়েছে। এছাড়াও পুঁজিবাজারের আয়ও হ্রাস পেয়েছে। এই দুটি কারণকে মুনাফা কমে যাওয়ার প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।  

২০২২ সালের প্রথম প্রান্তিকে, ঋণ প্রদানের ব্যবসা খোলাবাজার এবং ঝুঁকি-ভিত্তিক মূল্য ব্যবস্থায় পরিচালনা করা হচ্ছিলো। ২০২২ সালের জুলাই থেকে কেন্দ্রীয় ব্যাংক নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের উপর বাধ্যতামূলক হার সংশোধন আরোপ করেছে, যা ঋণদান কার্যক্রম থেকে সুদের আয় উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছে। 

তাছাড়াও, ২০২২ সালের দ্বিতীয়ার্ধ থেকে বাজারে চলমান তারল্য চাপ আমানতের হারের উপরও বিরূপ প্রভাব তৈরি করেছে, যার কারণে তহবিলের ব্যয় বৃদ্ধি পেয়েছে। এসব কারণবশত আগের বছরের একই প্রান্তিকের তুলনায় নিট সুদের আয় ১৩.৪ কোটি টাকা কমেছে।

অন্যদিকে, ২০২২ সালের দ্বিতীয়ার্ধ থেকে পুঁজিবাজারের অবস্থা বেশ চ্যালেঞ্জিং ছিল। এই কারণে, পরিচালন মুনাফা নেতিবাচকভাবে প্রভাবিত হয়েছে। এছাড়াও প্রথম প্রান্তিকে বোর্ড ইনডেক্স, DSEX, ২০২২-এর চতুর্থ প্রান্তিকে ৪.৭%  এবং ২০২২ এর ৮.১% সংশোধনের পরে ফ্ল্যাট ছিলো। 

সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি এবং ফ্লোর প্রাইস আরোপের মাধ্যমে প্রভাবিত হয়ে দৈনিক গড় লেনদেন প্রায় ৪.৮ কোটি টাকায় দাঁড়িয়েছে যা গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় ৫৮% কম। এরই ফলস্বরূপ, পুঁজিবাজারের কার্যক্রম থেকেও আয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে৷ 

এছাড়াও, মুদ্রাস্ফীতি বৃদ্ধির সাথে বেতন ও ভাতা, আইনি ও বিজ্ঞাপন ব্যয় বৃদ্ধির কারণে পরিচালন ব্যয় ১০% বেড়ে ৭৪.১ কোটি টাকা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম