Logo
Logo
×

কর্পোরেট নিউজ

লাফার্জহোলসিম বাংলাদেশের প্রথম প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশ

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ০৮ মে ২০২৩, ০৮:০৯ পিএম

লাফার্জহোলসিম বাংলাদেশের প্রথম প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশ

লাফার্জহোলসিম বাংলাদেশের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ), ২০২৩ এর আর্থিক ফলাফল প্রকাশ হয়েছে। এতে করপূর্ববর্তী পরিচালন মুনাফা হয়েছে ২৪৩ কোটি টাকা যা গত বছরের একই সময়ের তুলনায় শতকরা ৯০ ভাগ বেশি। নতুন ও উদ্ভাবনী পণ্যের বদৌলতে নীট বিক্রি বেড়েছে শতকরা ৩৭ ভাগ। 

লাফার্জহোলসিম বাংলাদেশ এর প্রধান নির্বাহি ইকবাল চৌধুরী’র বক্তব্য: 

প্রথম প্রান্তিকের ফলাফল আমাদের পণ্যের বৈচিত্র, উদ্ভাবনী পণ্য দ্বারা পরিচালিত কৌশলগত উপস্থিতি, গুনগতমানসম্পন্ন সমাধান, ডিজিটাল ফুটপ্রিন্ট এবং নতুন নতুন চ্যানেলের সমাহারে আমাদের সামর্থের প্রতিফলন। এর পাশাপাশি আমরা আমাদের জিওসাইকেল প্রকল্পের মাধ্যমে গ্রাহকদের টেকসই বর্জ্য ব্যবস্থাপনা সেবা দিচ্ছি। বছরের শুরুটা হয়েছে রেকর্ড দিয়ে। আমি কোম্পানির সকল কর্মী এবং সকল চ্যানেল পার্টনারদের ধন্যবাদ জানাই এমন একটা শুরু এনে দেয়ার জন্য। বর্তমান বাজার পরিস্থিতে এই প্রবৃদ্ধির ধারাকে টেকসই করতে ডিজিটাল ফুটপ্রিন্ট এর পাশাপাশি আমরা চ্যানেল বৃদ্ধি করা, অ্যাগ্রিগেটস ব্যবসা, নতুন পণ্য এবং সমাধানগুলোর উপর জোর দেয়া অব্যাহত রাখব। 

পারফরমেন্সঃ 

২০২৩ সালের প্রথম প্রান্তিকে করপূর্ববর্তী পরিচালন মুনাফা ২,৪৩২ মিলিয়ন টাকা হয়েছে যা গত বছরের একই সময়ের তুলনায় শতকরা ৯০ ভাগ বেড়েছে। একই সময়ে নীট বিক্রি শতকরা ৩৭ ভাগ বেড়ে হয়েছে ৮,৫৪৬ মিলিয়ন টাকা হয়েছে, যা গত বছরের প্রথম প্রান্তিকে ছিল ৬,২৫৯ মিলিয়ন টাকা। শেয়ার প্রতি আয় শতকরা ১০২ ভাগ বেড়ে ১.৬৪ টাকা হয়েছে যা গত বছর একই সময়ে ছিল ৮১ পয়সা। 

প্রথম প্রান্তিকেও জিওসাইকেলের মাধ্যমে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা সেবা প্রদান অব্যাহত ছিল এবং এই তিন মাসে ৮,০০০ টনেরও বেশি নানা ধরনের বর্জ্য নিরাপদে ধ্বংস করা হয়েছে। 

এর মাধ্যমে কোম্পানির ‘গ্রীন গ্রোথ’ এজেন্ডা গতি পেয়েছে। পুরো প্রান্তিক জুড়েই কোম্পানির ব্যয় সংকোচন কার্যক্রম অব্যহত ছিল যা সামগ্রিক ফলাফলে ইতিবাচক ভূমিকা রেখেছে।  

আউটলুকঃ

বছরের বাকি সময়টা চ্যালেঞ্জিং হবে কেননা ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা ও মূল্যস্ফীতি অব্যহত থাকবে। এরপরও এই চ্যালেঞ্জগুলো মোকাবেলার মাধ্যমে সামনের প্রান্তিকগুলোতেও ভালো ফলাফল উপহার দেওয়ার ব্যপারে আমরা আশাবাদী। 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম