Logo
Logo
×

কর্পোরেট নিউজ

আইইবি অ্যাক্রিডিটেশন পেল ইউল্যাবের ইইই বিভাগ

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৩, ১১:১০ পিএম

আইইবি অ্যাক্রিডিটেশন পেল ইউল্যাবের ইইই বিভাগ

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ, ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) অ্যাক্রিডিটেশন অর্জন করেছে। আইইবির বোর্ড অব অ্যাক্রিডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (বিএইটিই) এ স্বীকৃতি দিয়েছে।

আইইবি স্বীকৃতি দেয় যে কোনো প্রতিষ্ঠানের শিক্ষার মান এবং গবেষণায় উৎকর্ষতার পরিচয় বহন করে। এর পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানটি যে আইইবির নির্ধারিত স্টান্ডার্ড মেনে চলে তারও প্রমাণ দেয়। আইইবি স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানে অধ্যায়ন শেষে শিক্ষার্থীরা যে সনদ পায় তা মানসম্মত প্রতিষ্ঠানগুলোতে চাকরির ক্ষেত্রে এবং বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে মূল্যায়িত হয়।

ইউল্যাবের ইইই বিভাগের প্রধান আধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন জানান, এই স্বীকৃতি অর্জন আমাদের ছাত্র শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, প্রাক্তন শিক্ষার্থী, ইন্ডাস্ট্রি অ্যাডভাইজারি প্যানেলসহ সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। এ স্বীকৃতিতে আমরা গর্বিত এবং এটি আমাদের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের প্রতিশ্রুতির একটি সাক্ষর।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম