Logo
Logo
×

কর্পোরেট নিউজ

মানারাত ইউনিভার্সিটিতে রমাদান শীর্ষক সেমিনার

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৩, ০৯:৩৬ পিএম

মানারাত ইউনিভার্সিটিতে রমাদান শীর্ষক সেমিনার

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘রমাদান মানথ অব আল-কুরআন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নজরুল ইসলাম। স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজের ডিন ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান এবং সহযোগী অধ্যাপক ড. মোহাম্মাদ ওবায়দুল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত ট্রেজারার হাফিজুল ইসলাম মিয়া ও রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম। 

প্রধান আলোচক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক প্রফেসর হাফেজ ড. এবিএম হিজবুল্লাহ।

ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ রুহুল আমীনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রধান এবং ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট, এমআইইউর খণ্ডকালীন শিক্ষক প্রফেসর ড. জোবায়ের মোহাম্মদ এহসানুল হক, বিশিষ্ট ইসলামিক আলোচক প্রফেসর ড. মীর মানজুর মাহমুদ, প্রফেসর ড. আনোয়ার হোসাইন মোল্লা ও সৌদি আরবের রিলিজিয়াাস অ্যাটাসির প্রতিনিধি মাস’উদুর রহমান। 

ইসলামিক স্টাডিস বিভাগের ছাত্রছাত্রী, শিক্ষক ও কর্মকর্তারা উক্ত সেমিনারে অংশ নেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম