‘বাংলাদেশ স্কাউটস দিবস’ পালন করল ইস্টার্ন ইউনিভার্সিটি
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৩, ০৮:৪২ পিএম
৮এপ্রিল আশুলিয়ায় ‘বাংলাদেশ স্কাউটস দিবস’উপলক্ষ্যে ইস্টার্ন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ‘বিশেষ ডে ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে।
দিবসটির এ বছরের প্রতিপাদ্য হলো ‘স্কাউটিং করব,স্মার্ট বাংলাদেশ গড়ব’। পতাকা উত্তোলনের মাধ্যমে ক্যাম্পের উদ্বোধন করেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন। গ্রুপ কমিটির সম্পাদক ফরহাদ হোসেন ক্যাম্পটি পরিচালনা করেন।
দিনব্যাপি কার্যক্রমে রোভার স্কাউট প্রোগ্রাম ও স্কাউট অ্যাওয়ার্ড বিষয়ক সেশনে অংশগ্রহণসহ রোভার স্কাউটেরা বিশ্ববিদ্যালয় চত্ত্বরের বৃক্ষরাজি পর্যবেক্ষণ ও শ্রেণিকক্ষের পরিচ্ছন্নতা বিষয়ে বিশেষ অভিযান চালায়।
সনদ বিতরণ ও পতাকা অবনমনের মাধ্যমে ক্যাম্পের সমাপ্তি ঘোষণা করা হয়। ক্যাম্পে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ আলী আজ্জম ও সদস্য আবুল খায়ের চৌধুরীসহ গ্রুপ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ক্যাম্পে ৬০ জন রোভার স্কাউট ও গ্রুপ কমিটির সদস্য অংশগ্রহণ করেন।