জনপ্রশাসন মন্ত্রণালয় আন্তঃঅনুবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৩
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ১৭ মার্চ ২০২৩, ১০:২৭ পিএম
জনপ্রশাসন মন্ত্রণালয় কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে ১৭ মার্চ শনিবার কমলাপুরস্থ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে জনমন্ত্রণালয় আন্তঃঅনুবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়৷
এ ফাইনাল খেলায় তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেন টিম কর্ণফুলী বনাম টিম যমুনা৷ বিকাল ৪.০ টায় খেলা শুরু হয়৷
খেলার শুরুতে জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে কেক কাটেন জনাব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী৷ কেট কাটার সময় কর্মচারীদের বিভিন্ন বয়সের শিশুরা উপস্থিত ছিল৷
জাতীয় শিশুদিবস উপলক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে এপিডি অনুবিভাগের অতিরিক্ত সচিব আবদুস সবুর মন্ডল, প্রশাসন অনুবিভাগের মো; নবীরুল ইসলাম, ড. মো: ফরিদ উদ্দিন আহমেদ, মো; মুহিদুল ইসলাম, থোরশেদা ইয়াসমিন, আমেনা বেগম, ড. সুভাষ চন্দ্র বিঋ্বাস, শেখ মোমেনা মনি, রিপন চাকমা, ফারহানা নুর চৌধুরী, মেহেদি উল সহিদসহ প্রমুথ কর্মকর্তাবৃন্দ৷
উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৮ টি অনুবিভাগের সমন্বয়ে ৪ টিম গঠন করা হয়৷ প্রথম পর্বে লীগ পর্যায় খেলা শেষে পয়েন্ট তালিকার শীর্ষে টিম কর্ণফুলি ও টিম যমুনার মধ্যে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়৷
এ ফাইনাল খেলায় টিম যমুনা ১-০ গোলে টিম কর্ণফুলিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে৷ টানা দুই বার টিম যমুনা চ্যাম্পিয়ন ট্রফি গ্রহন করেন৷
প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সচিব বলেন যে, বাঙালির জাতির পিতা স্বাধীনতার মহান নায়ক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান একজন ভালো ফুটবল খেলোয়াড় ছিলেন৷ মহানায়কের জন্মদিনে কর্মাচারিদের শত ব্যস্ততার মাঝে কাজের ফাঁকে বন্ধের দিনে এ ধরণের আয়োজন করায় ধন্যবাদ জানান৷
এছাড়া সার্বিক সহযোগিতা প্রদান করায় জাতীয় ক্রীড়া পরিষদ, সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড, সরকারি কর্মচারী হাসপাতাল, বাংলাদেশ ফুটবল ফেডারেশনসহ সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন৷জনপ্রশাসন মন্ত্রণালয় কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে ১৭ মার্চ শনিবার কমলাপুরস্থ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে জনমন্ত্রণালয় আন্তঃঅনুবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।