Logo
Logo
×

কর্পোরেট নিউজ

রাষ্ট্রপতির সঙ্গে বিএসএমআরএমইউর উপাচার্যের সাক্ষাৎ

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৩, ০২:৫৬ পিএম

রাষ্ট্রপতির সঙ্গে বিএসএমআরএমইউর উপাচার্যের সাক্ষাৎ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির (বিএসএমআরএমইউ) উপাচার্য রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা।

বুধবার তিনি রাষ্ট্রপতির সঙ্গে এই সাক্ষাৎ করেন। এ সময় আরও দুই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, সৌজন্য সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম এবং অবকাঠামোগত বিভিন্ন বিষয় তুলে ধরেন। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় আচার্য তাদের কথা ধৈর্য সহকারে শুনেন এবং সহযোগিতার আশ্বাস দেন।

বিশ্ববিদ্যালয়গুলোকে মানসম্পন্ন শিক্ষা প্রদান ও লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতেও রাষ্ট্রপতি তাগিদ দেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া গ্রহণ, লেজুড়বৃত্তি রাজনীতি বন্ধ ও প্রকৃত ছাত্রছাত্রীদের হলে অবস্থান নিশ্চিত করতে ও উপাচার্যদের কার্যকর ভূমিকা রাখতে হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম