Logo
Logo
×

কর্পোরেট নিউজ

সেরা পাণ্ডুলিপি পুরস্কার পেলেন লেখক এম মিরাজ হোসেন

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ০৩:৫৪ পিএম

সেরা পাণ্ডুলিপি পুরস্কার পেলেন লেখক এম মিরাজ হোসেন

 

অমর একুশে বইমেলা ২০২২ এবং ২০২৩ সালের বেস্ট সেলার হওয়ায় সেরা কথাসাহিত্যিক ২০২৩ পদক পেলেন লেখক এম মিরাজ হোসেন। জাতীয় কবিতা মঞ্চের উদ্যোগে বৃহস্পতিবার বিশ্বসাহিত্য কেন্দ্রে “সাহিত্য পদক ও গুণিজন সম্মাননা দেওয়া হয়। 

প্রখ্যাত ঔপন্যাসিক সেলিনা হোসেনের সভাপতিত্বে উপস্থিত এতে উপস্থিত ছিলেন, স্বাধীনতা পদক ও একুশে পদকপ্রাপ্ত কবি নির্মলেন্দু গুণ, বাংলা একাডেমী পদকপ্রাপ্ত ছড়াকার আসলাম সানী, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত পরিচালক ও গীতিকার মাসুদ পথিক, সেক্টর কমান্ডার ফোরামের যুগ্ম মহাসচিব অধ্যাপক আবুল কালাম আজাদ পাটওয়ারি প্রমুখ। 

লেখক এম মিরাজ হোসেন মূলত একজন ব্যবসায়ী ও সমাজকর্মী। সাহিত্যের প্রতি অনুরাগ থেকে ব্যাস্ত সময়ের ফাঁকে ফাঁকে লেখালিখি করেন। একুশে বইমেলায় ২০২৩-এ তার চতুর্থ বই ‘তবু ফুল ফুটুক’ প্রকাশিত হয়। বর্তমানে তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক গল্পের বই ‘একজন তারা মিয়া’ এবং ‘লৌকিক-অলৌকিক’ নামে ভিন্ন দুইটি বই নিয়ে কাজ করছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম