Logo
Logo
×

কর্পোরেট নিউজ

লাফার্জহোলসিম বাংলাদেশের বার্ষিক আর্থিক প্রতিবেদন ২০২২

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ০৫ মার্চ ২০২৩, ০৪:৩৫ পিএম

লাফার্জহোলসিম বাংলাদেশের বার্ষিক আর্থিক প্রতিবেদন ২০২২

লাফার্জহোলসিম বাংলাদেশের বার্ষিক আর্থিক প্রতিবেদন ২০২২ প্রকাশ করা হয়েছে। লাফার্জহোলসিম বাংলাদেশ এর প্রধান নির্বাহি ইকবাল চৌধুরীর বক্তব্য বলেন, ২০২২ লাফার্জহোলসিম এর জন্য একটি দারুন বছর ছিল এবং আমরা মুনাফা এবং তারল্য সংগ্রহ উভয় ক্ষেত্রেই রেকর্ড ফলাফল অর্জনে সক্ষম হয়েছি। আমি সকল কর্মীকে ধন্যবাদ জানাই যারা এটাকে সম্ভব করেছে। আমরা ‘সুপারক্রিট প্লাস’ নামে নতুন টেকসই সিমেন্ট ব্র্যান্ড বাজারে এনেছি, অ্যাগ্রিগেটস ব্যবসার প্রবৃদ্ধি নিশ্চিত করেছি, ডিজিটাল ফুটপ্রিন্ট এবং নতুন চ্যানেলগুলো সম্প্রসারিত করেছি। ২০৫০ সালের মধ্যে একটি কার্বন নিউট্রাল কোম্পানি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে আমাদের টেকসই বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি ‘জিওসাইকেল’ অগ্রনী ভূমিকা রেখে চলেছে। আমরা ২০২৩ সাল নিয়ে অশাবাদী এবং নতুন নতুন উদ্ভাবনী ও টেকসই পণ্য বাংলাদেশের বাজারে আনা অব্যহত থাকবে, যা বাজারে অন্যদের চেয়ে আমাদের আলাদা করবে।”

পারফরম্যান্সঃ
২০২১ সালের তুলনায় ২০২২ সালে আয়কর পূর্ববর্তী পরিচালন মুনাফা ২৩% বেড়ে ৫৯৭ কোটি টাকা হয়েছে। নেট বিক্রি ১৫% বেড়ে হয়েছে ২,৩৫৯ কোটি টাকা হয়েছে যা ২০২১ সালে ছিল ২,০৫৩ কোটি টাকা। শেয়ার প্রতি আয় ৩.৩৪ টাকা থেকে বেড়ে ২০২২ সালে হয়েছে ৩.৮৩ টাকা। ব্যয় সংকোচন নীতি ২০২২ সালেও অব্যহত ছিল যা এই দারুন আর্থিক ফলাফল অর্জনে ইতিবাচক ভূমিকা রেখেছে। 

লভ্যাংশঃ
দারুন এই ফলাফল অর্জন করায় লাফার্জহোলসিম বাংলাদেশ এর পরিচালনা পর্ষদ ২০২২ সালে প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বিপরীতে ১৫% হারে ১.৫ টাকা চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে। এর ফলে লাফার্জহোলসিম চূড়ান্ত লভ্যাংশ হিসেবে ১,৭৪২,০৬১,০০০ টাকা লভ্যাংশ হিসেবে বিনিয়োগকারীদের মাঝে বিতরন করবে। অন্তবর্তীকালীন লভ্যাংশ সহ কোম্পানিটি ২০২২ সালে মোট ৪৮% লভ্যাংশ ঘোষণা করলো, যা কোম্পনিটির ইতিহাসে সর্বোচ্চ। 

আউটলুকঃ
অনিশ্চিত ভূ-রাজনীতির কারনে ২০২৩ সাল আরেকটি চ্যালেঞ্জিং বছর হতে যাচ্ছে এবং মূল্যস্ফীতির চাপ এই বছরও অব্যাহত থাকবে। তারপরও আরো একটি দারুন বছর অর্জনের ব্যপারে কোম্পানি আশাবদী। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম