Logo
Logo
×

কর্পোরেট নিউজ

কুয়েত এয়ারওয়েজের বার্ষিক এজেন্ট সম্মেলন

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০৭ পিএম

কুয়েত এয়ারওয়েজের বার্ষিক এজেন্ট সম্মেলন

সারা দেশের এজেন্টদের নিয়ে কুয়েত এয়ারওয়েজের বার্ষিক এজেন্ট সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর একটি হোটেলে বার্ষিক এজেন্ট সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন কুয়েত এয়ারওয়েজের সিইও মঈন মাহমুদ রাজুকি, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলংকা ও মালদ্বীপের সিনিয়র কান্ট্রি ম্যানেজার বাশার এফ কারাম প্রমুখ। 

এবারের বার্ষিক এজেন্ট সম্মেলনে ২১ জনকে সেরা এজেন্টের স্বীকৃতি প্রদান করা হয়। পাশাপাশি অনুষ্ঠানে পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফল ড্রর আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে টোটাল এয়ার সার্ভিস লিমিটেডের (টাস) ম্যানেজিং ডিরেক্টর মোর্শেদুল আলম চাকলাদার বলেন, ‘তাস গ্রুপ একদিনে প্রতিষ্ঠিত হয়নি। একটি এয়ারলাইনস জিএসএর মাধ্যমে আমাদের গ্রুপের যাত্রা শুরু হয়। আমাদের গ্রুপ মানুষের আস্থা অর্জনের মধ্য দিয়ে আজকের এ বিশ্বস্ততার জায়গায় পৌঁছেছে। আমরা অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে গেছি, কিন্তু এখন ভালো জায়গায় এসেছি।’

টাস গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট পরিচালক কাজী শাহ মুজাক্কের আহমিদুল হক বলেন, ‘আমাদের আজকের এ টিমের কারণে আমরা এত দূরে এসে পৌঁছেছি। আমরা ২০২১ সালে বেস্ট ট্রাভেল এজেন্সি মনোনীত হয়েছি। ২০২২ সালেও কার্গো পরিবহনে আমরা পুরস্কৃত হয়েছি। এজেন্টসহ সব সহযোগীকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।’

পুরস্কার পাওয়া এজেন্টগুলো হচ্ছে সায়মন ওভারসিস লিমিটেড, ভিক্টোরি ট্রাভেলস লিমিটেড, টালন কর্পোরেশন লিমিটেড, এক্টিভেট ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, এয়ার স্পিড প্রাইভেট লিমিটেড, আল-গাজী ট্রাভেলস লিমিটেড, আল-মনসুর এয়ার সার্ভিস লিমিটেড, এলাইট ট্রাভেলস, বি ফ্রেশ লিমিটেড, ডায়নামিক ট্রাভেলস, ইস্ট ওয়েস্ট ট্রাভেল অ্যান্ড ট্যুর, জিমিনি ট্রাভেলস লিমিটেড, গোল্ড এয়ার এন্টারপ্রাইজ লিমিটেড, হাজী এয়ার ট্রাভেলস লিমিটেড, হরিজন এক্সপ্রেস লিমিটেড, ইন্টারন্যাশনাল ট্রাভেল কর্পোরেশন, লতিফ ট্রাভেলস প্রাইভেট লিমিটেড,  সানজার এভিয়েশন লিমিটেড, সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস, ট্যুর বুকিং বাংলাদেশ এবং ভ্যালেন্সিয়া এয়ার ট্রাভেল অ্যান্ড লিমিটেড।

অনুষ্ঠানে কুয়েত এয়ারওয়েজ, টোটাল এয়ারলাইন্স সার্ভিসেস লিমিটেডের বিভিন্ন কর্মকর্তাসহ দেশের বিভিন্ন ট্রাভেল এজেন্টরা উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম