Logo
Logo
×

কর্পোরেট নিউজ

ইবিএউইবির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২২ পিএম

ইবিএউইবির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

নাটোরের লালপুর থানার গ্রিন ভ্যালি পার্কে গত রোববার (৫ ফেব্রুয়ারি ) বার্ষিক বনভোজনের আয়োজন করে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএউইবি)।

বনভোজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ প্রায় ছয় শতাধিক ব্যক্তি বার্ষিক বনভোজনে অংশগ্রহণ করেন। বনভোজনে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ড. মো. দেলোয়ার হোসেন, ট্রেজারার (ভারপ্রাপ্ত) ও ডিন, কৃষি এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদ, রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম রিন্টু, পরীক্ষা নিয়ন্ত্রক গ্রুপ ক্যাপ্টেন মো. নুরুল ইসলাম, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. শাহারিয়ার কবির, বনভোজন কমিটির আহ্বায়ক ড. মো. আশরাফুল আরিফ এবং বিভিন্ন অনুষদের বিভাগীয় প্রধানরা।

বনভোজনে আরও উপস্থিত ছিলেন লালপুর থানার এক্সিম ব্যাংকের ব্যবস্থাপক। বনভোজনের অংশ হিসাবে বিভিন্ন অনুষদের শিক্ষার্থীদের সমন্বয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদেরকে পড়ালেখার প্রতি মনোয়োগী হওয়াসহ বিভিন্ন কো কারিকুলার অ্যাক্টিভিটিজে অংশ গ্রহণের জন্য আহ্বান জানান। সর্বশেষে তিনি ইবিএইউবি পরিবারের সকলের মঙ্গল কামনা করে তার বক্তব্য শেষ করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম