সুপার ব্র্যান্ডস এয়ারকন্ডিশনারের স্বীকৃতি পেল “গ্রি এসি”
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০২ পিএম
বিশ্বের নাম্বার ওয়ান এয়ারকন্ডিশনার ব্র্যান্ড গ্রি বাংলাদেশে সুপার ব্র্যান্ডস হিসেবে স্বীকৃতি পেয়েছে। বর্তমান বিশ্বে ৯০টিরও অধিক দেশে চলমান ব্র্যান্ডগুলোকে কঠোর প্রক্রিয়ার মধ্য দিয়ে সুপার ব্র্যান্ডসের স্বীকৃতি প্রদান করা হয়। ১৯৯৪ সালে চালু হওয়া সুপার ব্র্যান্ড স্বীকৃতি এখন ব্র্যান্ডগুলোর জন্য সবচেয়ে সাফল্যের প্রতীক হিসেবে স্বীকৃত। গ্রি কর্তৃক বাজারজাতকৃত এয়ারকন্ডিশনার পণ্যের মান, গ্রাহক সন্তুষ্টি, বিক্রয়োত্তর সেবা, বাজার বিশ্লেষণ, রিটেইল সেলস ভলিউম এবং ভোক্তাদের অর্ন্তদৃষ্টি মূল্যায়নে “গ্রি” এই স্বীকৃতি অর্জন করে। সুপার ব্র্যান্ডস বাংলাদেশের সিও সাজিদ মাহবুব গ্রির পক্ষে ডিএমডি মো. নুরুল আফছারের হাতে পুরস্কার তুলে দেন।
দেশের শীর্ষস্থানীয় ইলেক্ট্রনিক্স পণ্যের উৎপাদন ও বাজারজাতকারী গ্রুপ ইলেক্ট্রো মার্ট ২৫ বছরের ও অধিক সময়ব্যাপী বাংলাদেশের বাজারে গ্রি এয়ার কন্ডিশনার বিশ্বস্ততা, সুনাম ও আস্থার সাথে সরবরাহ ও বাজারজাত করছে। বিগত ১৫ বছর যাব গ্রাহক, শুভানুধ্যায়ী ও ভোক্তাদের অফুরন্ত ভালোবাসা, আস্থা এবং নির্ভরতার ফলস্বরূপ গ্রি বাংলাদেশের এয়ারকন্ডিশনার বাজারে নাম্বার ওয়ান স্থান দখল করে আছে। প্রতিটি স্বীকৃতিই নতুন দায়বদ্ধতা সৃষ্টি করে; যা আগামীর প্রতিটি মুহূর্তে আমাদের আরও দায়িত্বশীল ও কর্ম অনুপ্রেরণা জোগাবে। বিগত সময়ে গ্রাহক, শুভানুধ্যায়ী ও ভোক্তাদের অটল আস্থা এবং নির্ভরতার প্রতি জানাই গভীর কৃতজ্ঞতা।
গ্রি এয়ারকন্ডিশনার বর্তমান মার্কেট শেয়ার ৬০ শতাংশ। অত্যাধুনিক প্রযুক্তি ও পরিবেশ বান্ধব নতুন নতুন সিরিজের এয়ারকন্ডিশনার দেশেই উৎপাদন, সরবরাহ ও বাজারজাতকরণ করেছে ইলেক্ট্রো মার্ট গ্রুপ। বর্তমানে দেশে প্রায় ১০০টির ও অধিক সিরিজের গ্রি ব্র্যান্ড এয়ারকন্ডিশনার বাংলাদেশের সব সেলস অ্যান্ড ডিসপ্লে সেন্টার, রিটেইল শো-রুম এবং পার্টনার শো-রুম সহ সর্বত্র পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য গ্রি এসি বিল্ড ইন ইনভার্টার টেকনোলজি সমৃদ্ধ এবং পরিবেশবান্ধব। গ্রি এসিতে আছে বায়োলজিক্যাল ফিল্টার, ক্যাচেইন ফিল্টার, সিলভার আয়রন ফ্লিটার এবং ক্লোজসমা এয়ার পিউরিফিকেশন টেকনোলজি; যা ঘরের বাতাস সম্পূর্ণরূপে বিশুদ্ধ করতে সক্ষম।
বিশ্বের প্রথম বুস্ট ইনভার্টার কমপ্রেসার থাকায় গ্রি এসি সর্বাধিক মাত্রায় ৭০% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে। গ্রি এসি ন্যানো টেকনোলজি কম্প্রেসার প্রযুক্তি সমৃদ্ধ। টি-৩ ওয়াকিং কন্ডিশনে এয়ার ফ্লো সর্বনিম্ন ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমাতে পারে; যা আপনাকে দিবে চূড়ান্ত শীতলতা ও আরামদায়ক অবস্থান।
এছাড়া গ্রি এসিতে আরও আছে সুইং ফাংশন সমৃদ্ধ “থ্রি-ডি এয়ার ফ্লো” প্রযুক্তি; যা ঘরের চারিদিকে বাতাস প্রবাহ করে। সর্বনিম্ন ৩৩ ডিবি কম শব্দে চলতে সক্ষম গ্রি এসিতে ঘরের পরিবেশ শান্ত থাকে। গ্রি এসি সাত ধাপে বাতাস প্রবাহ করে এবং চার ধাপে স্বয়ংক্রিয়ভাবে বাতাস ক্লিন এবং প্রবাহ করতে সক্ষম। Gold Fin I Anti-Corrosion সমৃদ্ধ কনডেনসার ও ইভাপোরেটরে সহজে মরিচা পড়ে না। ফলে কার্যক্ষমতা দীর্ঘদিন বজায় থাকে।