বাংলাদেশ ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩০ পিএম
![বাংলাদেশ ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/02/06/image-642444-1675701048.jpg)
বাংলাদেশ ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক- এর মধ্যে “রপ্তানি সহায়ক প্রাক অর্থায়ন তহবিল”সংক্রান্ত চুক্তি সম্প্রতি সম্পাদিত হয়েছে।
বাংলাদেশ ব্যাংক কর্তৃক গঠিত ১০ হাজার কোটি টাকার রপ্তানি সহায়ক প্রাক অর্থায়ন তহবিল বিষয়ক অংশগ্রহণ চুক্তি সম্পাদন উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার ও বিশেষ অতিথি ছিলেন ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাছের।
সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম নিজপ্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।