পাবনায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৩, ০৪:২৬ পিএম
পাবনা সদর উপজেলায় সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০% ভর্তুকীমূল্যে ৩ টি সিডার এবং ১ টি বেডপ্লান্টার বিতরণ করা হয়।
বিতরণে উপস্থিত ছিলেন মো. মোশারোফ হোসেন,উপজেলা চেয়ারম্যান,পাবনা সদর, পাবনা; তাহমিদা আক্তার,উপজেলা নির্বাহী অফিসার,পাবনা সদর,পাবনা;মো: শাওয়াল বিশ্বাস, ভাইস চেয়ারম্যান,পাবনা সদর, পাবনা; সাহানা পারভীন লাবনী,উপজেলা কৃষি অফিসার,পাবনা সদর,পাবনা;মো: মোতাহার হোসেন,চেয়ারম্যান,গয়েশপুর ইউনিয়ন পরিষদ।
অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান প্রকল্পের আওতায় ৭৫ জন কৃষকের মাঝে উপকরণ বিতরণ করা হয়। ।বিতরণে উপস্থিত ছিলেন তাহমিদা আক্তার,উপজেলা নির্বাহী অফিসার,পাবনা সদর,পাবনা; সাহানা পারভীন লাবনী,উপজেলা কৃষি অফিসার,পাবনা সদর,পাবনা।
১৪ রকমের বীজ, (লালশাক, পালংশাক, মিষ্টিকুমড়া, চালকুমড়া, মুলা, টমেটো, ধনিয়া, সীম, করলা, কলমিশাক, ধনিয়া, চিচিংগা, বেগুন, মরিচ) ৬ রকমের ৯ টি চারা( বারি আম ৪ - ১ টি,বাতাবি লেবু ১ টি,সিডলেস লেবু ১ টি,পেয়ারা ৩ টি,পেপের চারা ৪/৫ টি,কাঠাল ১ টি);ভার্মি কম্পোস্ট ৫০ কেজি;বীজ সংরক্ষণ পাত্র ১ টি; ঝাঝরি ১ টি; দড়িসহ নেট ১ টি